২০২২ সালে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের খেলা আগামী বছরের ২৬ মার্চ থেকে শুরু হবে। ল্যাটিন অঞ্চলের ১০টি দল পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নেয়ার লড়াই করবে।
ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাছাইপর্ব শুরুর প্রথম দিন উরুগুয়ে বিপক্ষে খেলবে চিলি। কলম্বিয়ার সঙ্গে লড়বে ভেনেজুয়েলা। প্যারাগুয়ের মুখোমুখি হবে পেরু। ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাই বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে। অন্যদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।
কিন্তু দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না। চলতি বছর কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেন মেসি। সেই কারণে প্রতিযোগিতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি । এছাড়াও শৃঙ্খলাভঙ্গের কারণে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে আন্তর্জাতিক ম্যাচে তিন মাস নিষিদ্ধ করেছিল দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সেই সঙ্গে তাকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।
গত মাসেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন মেসি, খেলেছেন দুইটি ম্যাচ। কিন্তু সেগুলো ছিল প্রীতি ম্যাচ। ফলে প্রতিযোগিতামূলক ম্যাচে এখনও এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়ে গেছে বার্সেলোনার তারকার। তাই বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তিনি মাঠে নামতে পারছেন না। তবে বলিভিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। এতে অবশ্য আগামী বছর কোপা আমেরিকার প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন মেসি।
অক্টোবরে বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডে দক্ষিণ আমেরিকার সুপার ক্লাসিকোয় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় লেগে আর্জেন্টিনার আতিথ্য নেবে ব্রাজিল।
কাতার বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে বাছাইপর্বর শীর্ষ চার দল সরাসরি অংশ নিতে পারবে। পঞ্চম দলকে ভিন্ন কোনো কনফেডারেশনের দলের সঙ্গে প্লে-অফ জিতে মূল আসরে জায়গা করে নিতে হবে। প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে। মোট ম্যাচ সংখ্যা ১৮টি।
আরআইএস