২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তাহীনতার কারণে গত দশ বছরে বড় কোনো দেশ পাকিস্তান সফর করেনি। মাঝে অবশ্য জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে এসে খেলে গিয়েছিল। কিন্তু টেস্ট ক্রিকেট ফেরানো যায়নি এতদিন। অবশেষে শ্রীলঙ্কাকে দিয়েই পাকিস্তানের মাটিতে আবার টেস্ট ক্রিকেট ফিরল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানে একটি টেস্ট সিরিজ খেলছে লঙ্কানরা। যার মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্টের আক্ষেপ ঘুচল। সেপ্টেম্বর-অক্টোবরে লঙ্কানরা সীমিত ওভারের ক্রিকেট খেলতে পাকিস্তান সফর করলেও মূল তারকাদের অনেকেই নিরাপত্তার অজুহাতে আসেনি। তবে টেস্ট সিরিজে পুরো দল নিয়েই পাকিস্তানে খেলতে এসেছে শ্রীলঙ্কা।
পাকিস্তানে এসে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ সন্তুষ্ট শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। তার দাবি, পাকিস্তান এখন ক্রিকেট খেলার জন্য নিরাপদ। করুণারত্নের নেতৃত্ব এরই মধ্যে একটি টেস্ট জিতেছে শ্রীলঙ্কা।
আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। পাকিস্তানে খেলার অভিজ্ঞতা জানিয়ে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘আমি বাংলাদেশকে পাকিস্তানে আসার কথা বলতে পারি না। কিন্তু আমি যেটা বলতে পারি, আমি পাকিস্তানে সম্পূর্ণ নিরাপদ বোধ করছি। যারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন তারা শুধু শতভাগ নয়, শতভাগের বেশি নিরাপত্তা দিচ্ছেন। যার কারণে আমরা এখানে সত্যিকার অর্থেই ভালো আছি। আমরা নিশ্চিন্তে ডিনারে যেতে পারি। আমি বলতে পারি পাকিস্তান এখন ক্রিকেটের জন্য নিরাপদ।’
এমএইচবি