আইপিএলে অবিক্রিত থেকে গেলেন মুশফিক

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ০৬:১৭ পিএম আইপিএলে অবিক্রিত থেকে গেলেন মুশফিক
ফাইল ছবি

শুরুতে আগ্রহ দেখাননি মুশফিক রহিম নিজেই। পরে ফ্র্যাঞ্জাইজিগুলোর অনুরোধেই এবারের আইপিএলের নিলামে যুক্ত করা হয় মুশফিকের নাম। অথচ বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০২০ আইপিএলের নিলামে অবিক্রিতই থেকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছিল মুশফিকের, কিন্তু তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্জাইজি। এর আগেও কখনো আইপিএল না খেলা মুশফিকের এবারও ভারতীয় মাল্টি বিলিয়ন ডলারের টুর্নামেন্টটিতে ভাগ্যের সিকে ছিঁড়লো না।

আইপিএল নিলামে মুশফিক ছাড়াও রয়েছে আরও চার বাংলাদেশি ক্রিকেটারের নাম। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এই চারজনের নাম এখনও ওঠেনি নিলামের ডাকে।

এমএইচবি

আরও সংবাদ