হঠাৎই আবিভার্ব বাংলাদেশ জাতীয় দলে। শুরুতেই আলোও ছড়িয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। লেগ স্পিনেই মূলত সবার নজর কেড়েছেন তিনি। এবার বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরির কাছ থেকে আর্ম বল শিখছেন তরুন এই স্পিনার।
নিজের বোলিংয়ের ব্যাপারে বিপ্লব বলেন, ‘ভ্যারিয়েশন বলতে আমি সবসময় যেটা করি সেটাই করছি। তবে ভেট্টোরি যেটা দেখিয়েছে, ওর সঙ্গে যেগুলো নিয়ে কাজ করেছি সেগুলো আপাতত ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করছি। লেগ স্পিনের সঙ্গে আর্ম বল, টপ স্পিন করছি ভ্যারিয়েশন হিসেবে।’
শুধু ব্যাটিং বা বোলিং নিয়ে কাজ করলে ব্যক্তিগত সন্তুষ্টি থাকবে না বলে মনে করেন বিপ্লব। এ কারণে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জটা নিতে চান তিনি।
বিপ্লব্ বলেন, ‘যে কোনো একটা না, তাহলে স্যাটিসফেকশন থাকবে না। যখন বোলিংয়ে যাই বোলিংয়ে ভালো করার চেষ্টা করি। ব্যাটিং ও রকম হয়নি। সুযোগের অপেক্ষায় আছি। যদি কখনো ভালো ফিল হয় তাহলে তো ভালোই। (দুটো নিয়ে এগুনো) চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মজা আছে। এর মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। যেহেতু ঠিক করেছি অলরাউন্ডার হতে হবে নিজেকে। তাই দুইটাকে সমানভাবেই দেখছি।’
এমএইচবি