ভালো পেস বোলিং কোচ না পেলে অন্য চিন্তা করতে হবে : আকরাম খান  

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ১১:১৪ এএম ভালো পেস বোলিং কোচ না পেলে অন্য চিন্তা করতে হবে : আকরাম খান  
আকরাম খান। ফাইল ফটো

চলতি বছরের জুলাইতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন চার্ল ল্যাঙ্গাভেল্ট। মাত্র ৫ মাসের মধ্যেই বাংলাদেশকে বিদায় বলছেন এই প্রোটিয়া কোচ। মূলত দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের অনুরোধেই বিসিবি তাকে ছেড়ে দিয়েছে। 

ল্যাঙ্গাভেল্ট পদত্যাগপত্র আগেই জমা দিয়েছিলেন। পরে বিসিবি জানায়, তিনি আর টাইগারদের দায়িত্বে আর থাকছেন না। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেয়ার জন্যই যে তিনি দায়িত্ব ছেড়েছেন, বিসিবি সেটাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ল্যাঙ্গাভেল্টের সাথে বোর্ডের চুক্তিতেও এমন সুযোগ ছিল।

পেস বোলিং কোচ চলে গেলেও মাসখানেকের মধ্যেই নতুন কাউকে নিয়োগ দিতে চায় বোর্ড এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা তাকে বোলিং কোচ হিসেবে চাচ্ছে। আমাদের চুক্তিতেও এমনটাই ছিল যে পদত্যাগপত্র দিতে হলে দুই-তিন মাস আগে জানাতে হবে। 

টাইগাররা তাদের পছন্দের পেস বোলিং কোচ পাবে কি না, আর পেলেও কতদিন পর, তা নিয়েও ভাবতে হচ্ছে বোর্ডকে। সামনেই পাকিস্তান সিরিজ, তাই হাতেও সময় নেই বেশি। নির্ধারিত সময়ের মধ্যে পেস বোলিং কোচ পাওয়া না গেলে বিকল্প হিসেবে বিসিবির এইচপি কোচ চাম্পাকা রামানায়েকে বা দেশি কাউকে দেয়া হতে পারে সাময়িক দায়িত্ব। তবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। 

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, বিষয়টির সমাধান একমাসের মধ্যেই করতে চায় বিসিবি। তিনি বলেন, আমাদের কাছে এখনো মাস খানেক সময় আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো একজন ভালো কোচ আনতে। যদি ভালো কোচ না পাই, তাহলে অন্য চিন্তা করতে হবে।

আরআইএস 
 

আরও সংবাদ