বিপিএলে উত্তাপ ছড়াতে আসছেন প্লাংকেট  

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ০২:৩০ পিএম বিপিএলে উত্তাপ ছড়াতে আসছেন প্লাংকেট  
লিয়াম প্লাংকেট। ফটো : রয়টার্স

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা ডানহাতি পেসার লিয়াম প্লাংকেট বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশে আসছেন। চট্টগ্রাম পর্বেই তাকে মাঠে নামতে দেখা যাবে। নিয়ন্ত্রিত সিম বোলিংয়ের জন্য প্রশংসিত এই তারকা দলের প্রয়োজনে ব্যাট হাতেও ভূমিকা রাখতে পারেন। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লিয়াম প্লাংকেটের একটি ফটো আপলোড করেছে। একইসঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, আমরা এই শীতে উত্তাপ ফিরিয়ে দিচ্ছি! তুরুপের তাস ইংল্যান্ডের পেস বোলার লিয়াম প্লাংকেট একটি নতুন চ্যালেঞ্জ। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিয়াম প্লাংকেটকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে।  

ইংল্যান্ডের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে অপরিহার্য সদস্য ছিলেন প্লাংকেট; ৭ ম্যাচে তিনি ১১ উইকেট নিয়েছিলেন। লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে নিয়েছিলেন ৩ উইকেট। 

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লীগে বাংলা টাইগার্সের হয়ে প্লাংকেট ৬ ম্যাচে ৩ উইকেট শিকার করেন। প্লাংকেট বিপিএল অভিজ্ঞতা যে একদমই নেই, তা কিন্তু না। এর আগে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়েছে ২০১৭-১৮ মৌসুমে ৫ ম্যাচ খেলে ১৯ ওভার বল করে ১৫৮ রানে ৭ উইকেট নেন প্লাংকেট। 

এ ছাড়াও প্লাংকেট আইপিএলে এক মৌসুম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন। বিগ ব্যাশ লীগে মেলবোর্ন স্টারসের মতো দলের হয়েও খেলেছেন তিনি। আইপিএলের নিলামে তাকে কেউ এবার দলে নেয়নি। 

আরআইএস 
 

আরও সংবাদ