বিপিএলের চট্টগ্রাম পর্বেও দর্শক নেই!

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ০৫:৪৭ পিএম বিপিএলের চট্টগ্রাম পর্বেও দর্শক নেই!
বিপিএলের চট্টগ্রাম পর্বের তৃতীয় দিনের পঞ্চম ম্যাচে গ্যালারি ছিল ফাঁকা। ফটো : দৈনিক জাগরণ

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে একে একে তিনদিনের ৫টি ম্যাচ শেষ হয়ে গেলেও আশাতীত দর্শকের  দেখা মিলছে না। ঢাকা পর্বের মতো সবকটি খেলায় দর্শক গ্যালারি ছিল ফাঁকা। আর এ নিয়ে হতাশ আয়োজক সংশ্লিষ্টরা।

অথচ বিপিএলের গত আসরগুলোতে টিকেট নিয়ে মারামারির মতো ঘটনাও ঘটে চট্টগ্রামে। আর এবার টিকেট বুথগুলো থেকে মাইকে টিকেট বিক্রির ঘোষণা দিয়েও কাছে টানতে পারছে না দর্শক। শুক্রবার সকালেও হাতে গোনা কিছু দর্শক টিকেট কিনতে দেখা যায়। যাদেও লাইনে দাড়ানোর প্রয়োজনও পড়েনি। 

শুক্রবার (২০ ডিসেম্বর) তৃতীয় দিনের পঞ্চম ম্যাচেও দর্শকের দেখা না পেয়ে এমন হতাশা প্রকাশ করেছেন খোদ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যবস্থাপক ফজলে বারী খান। তিনি বলেন, বন্ধের দিন হিসেবে ধারণা ছিল আজকের (শুক্রবার) ম্যাচে দর্শকের উপস্থিতি মিলবে। কিন্তু গত দুইদিনের ম্যাচের তুলনায় দর্শক কিছুটা বাড়লেও আশাব্যঞ্জক নয়।

তিনি বলেন, মঙ্গলবার বিপিএলের চট্টগ্রাম পর্বের দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়ালস ও খুলনা টাইগার্সেও খেলায় একরকম খালিই ছিল গ্যালারি। খানিক বাদে কিছু দর্শক দেখা গেলেও সন্ধ্যায় স্বাগতিক চট্টগ্রামের ম্যাচে ফাঁকা পড়ে ছিল গ্যালারি। বুধবার দ্বিতীয় দিনেও এর ব্যতিক্রম হয়নি। এ জন্য টিকেটের মূল্য বেশি রাখাকে দোষ দিচ্ছেন দর্শকরা। তবে আমরা এমনটা আশা করিনি। আমরা ধরে নিয়েছিলাম, এবারও বিপিএল উৎসবে মাতবে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী দর্শক। কিন্তু হলো উল্টোটা। 

দর্শকদের এমন অনাগ্রহের কারণ জানতে চাইলে শুক্রবার বিকেলে নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাইরে নিকটস্থ মার্কেটের একটি দোকানের সামনে দাড়িয়ে টেলিভিশনে বিপিএলের খেলা দেখার সময় কয়েকজন দর্শক বলেন, আগে অনেকবার স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখেছি। এবার টিকেটের মূল্য বেশি। তাই টিকেট কিনে খেলা দেখা সম্ভব হচ্ছে না। দোকানে দল বেঁধে ক্রিকেট খেলা দেখছি। 

তারা বলেন, এবার বিপিএলে স্টেডিয়ামে ইষ্টার্ন স্ট্যান্ড টিকেটের মূল্য রাখা হচ্ছে সর্বনিম্ন ২০০ টাকা, এরপর ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা, রুফ টপ ১ হাজার টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড টিকেটের মূল্য রাখা হচ্ছে ১ হাজার ৫০০ টাকা। যা ব্যয় করার মতো সাধ্য নেই। ফলে স্টেডিয়ামে বসে বিপিএলের খেলা দেখার মন চাইলেও মাঠে যাওয়া হচ্ছে না অনেকের।

আরআইএস 
 

আরও সংবাদ