বিপিএলে মেধাবী বাংলাদেশি বোলার খুঁজতে সুবিধা হবে : হগ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯, ০৯:১৪ এএম বিপিএলে মেধাবী বাংলাদেশি বোলার খুঁজতে সুবিধা হবে : হগ
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ। ফটো : গেটি ইমেজ

চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) স্থানীয় পেসারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ। এবারের বিপিএলে হগ ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের এসেছেন। 

বিপিএলে বাংলাদেশ পেসারদের পারফরম্যান্স মন কাড়ার মতো জানিয়ে হগ বলেন, বিপিএলের মাধ্যমে ভালো মানের পেসার খুঁজে পেতে পারে বাংলাদেশ। এখন পর্যন্ত অনেককেই দেখলাম ১৩৫ থেকে ১৪০ কিলোমিটারে বল করতে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। ভালো মানের ও মেধাবী বোলার খুঁজে পেতে বাংলাদেশের সুবিধা হবে।

বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে হগের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে সিলেট রয়্যালসের জার্সিতে তিনি খেলেছিলেন। ৭ ম্যাচ খেলে বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন হগ। ওই আসরে তার দলও ভালো পারফরম্যান্স করতে পারেনি। ১০ ম্যাচে মাত্র ২টিতে জয়ের স্বাদ পায়। সেই স্মৃতি রোমন্থন করে হগ বলেন, এখানে আবারো ফিরে এসে ভালো লাগছে। এর আগে সিলেটের হয়ে খেলতে এসেছিলাম। এবার ধারাভাষ্যকর হিসেবে এসেছি।

১৯৯৬-২০০৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ৭টি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৫টি টি-২০ ম্যাচ খেলেন হগ। এ সময় যাদের সঙ্গে খেলেছেন তাদের সহায়তার জন্য ধন্যবাদ দেন হগ, ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। এ সময় আমাকে অনেকেই সহায়তা করেছেন। স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, মার্ক টেলর ও মাইকেল ক্লার্কের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

বাঁ হাতি লেগ স্পিনার হগ তার পছন্দের অস্ট্রেলিয়ার সেরা বোলারের নামও প্রকাশ করেন। তিনি বলেন, আমার মতে অস্ট্রেলিয়ার সেরা দুই বোলার হলো শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। জেসন গিলেস্পির রেকর্ডও ভালো ছিল। তাদের সঙ্গ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। উইকেটরক্ষক হিসেবে অ্যাডাম গিলক্রিস্ট উইকেটরক্ষকের সংজ্ঞটাই বদলে দিয়েছেন।

সূত্র : বাসস 

আরআইএস 

আরও সংবাদ