আইপিএল খেলবেন সেই বলিউড অভিনেতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯, ০৫:৩৮ পিএম আইপিএল খেলবেন সেই বলিউড অভিনেতা

২০১৩ সালে চেতন ভগতের ‘থ্রি মিসটেকস অব মাই লাইফ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কাই পো চে’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে হাশমি নামে ক্রিকেটারের অভিনয় করা দিগবিজয় দেশমুখ হয়েছে সত্যি সত্যিই ক্রিকেটার। ২০২০ আইপিএলে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন এই তরুণ ক্রিকেটার।

দিগবিজয় খেলবেন গতবারের ও টুর্নামেন্টের সর্বোচ্চ (৪) চ্যাম্পিয়ন দলের হয়ে। ২১ বছরের ফাস্ট বোলার চলতি বছর মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন।

সুশান্ত সিং রাজপুত, রাজকুমার রাও ও অমিত সাধ অভিনীত ছবিটি দর্শকের মন জয় করে নিয়েছিল তখন। আর এই ছবিতেই অভিনয় করেছিলেন দিগবিজয়। তখন তার বয়স ছিল ১৪। চরিত্রের নাম ছিল আলি হাশমি। সেখানে তাকে উঠতি ক্রিকেটারের ভূমিকাতেই দেখা গিয়েছিল। আলিকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়।

ছবিতে আলিকে দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবেই তুলে ধরা হয়েছিল। আর আজ ঠিক সাত বছর পর আলি বলিউড থেকে বাইশগজে। মুম্বাই ইন্ডিয়ান্স ২০২০ আইপিএলের যে পুরো দলের ছবি টুইট করেছে সেখানে রয়েছেন দিগবিজয়।

মুম্বাইয়ের হয়ে খেলে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন জাসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার মতো তারকারা। এখন দেখার দিগবিজয় সেই তালিকায় আসতে পারেন কি না!

এমএইচবি