ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিভারপুল

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৯, ০৮:৪৭ এএম ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিভারপুল
ক্লাব বিশ্বকাপের শিরোপা ট্রফি হাতে লিভারপুলের উদযাপন। ফটো : টুইটার

রবের্তো ফিরমিনোর শেষ মুহূর্তের লক্ষ্যভেদে মনটেরিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিভারপুল। ফাইনালে এসে নাটক জমিয়ে সেই ফিরমিনোর করা ম্যাচের একমাত্র গোলেই ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো অলরেডরা।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। ফলাফল নির্ধারণে তাই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।  

যদিও দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ঘটেছিল নাটক। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই সাদিও মানেকে ডি বক্সের ভেতর ফাউল করে লিভারপুলকে পেনাল্টি উপহার দেন রাফিনহা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানালেও 'ভিএআর'-এর শরণাপন্ন হয়ে তা বাতিল করে দিলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

অতিরিক্ত সময়ের নবম মিনিটে হেন্ডারসনের বাড়ানো বল পেয়ে সাদিও মানে নিজে শট না নিয়ে ফিরমিনোর পায়ে তা ঠেলে দেন। বল নিয়ে ডি বক্সের ভেতর ঠাণ্ডা মাথায় ফিরমিনো ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে দৌড় দিয়ে জার্সি খুলে উদযাপন করেন। 

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি ব্রাজিলিয়ান জায়ান্টরা। তাই ১-০ গোলের জয় পেয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় লিভারপুল। 

আরআইএস 
 

আরও সংবাদ