আলাভেসের বিপক্ষে ২০ গজ দূরত্ব থেকে ছয় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে ২০১৯ সালে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। তার এমন মাইলফলকের ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়ে ২০১১ সালের পর প্রথমবারের মতো পুরো বছরে ঘরের মাঠে কোনো ম্যাচ না হারার রেকর্ড গড়লো কাতালান ক্লাবটি।
শনিবার (২১ ডিসেম্বর) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে লুইস সুয়ারেজের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে ডান পায়ের কিকে আঁতোয়ান গ্রিজম্যান লক্ষ্যভেদ করে বার্সাকে লিড এনে দেন।
প্রথমার্ধের শেষ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে সুয়ারেস তা ভিদালকে বাড়িয়ে দেন। চিলির এই মিডফিল্ডার কোনাকুনি শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির পর ৫৬ মিনিটে বার্সা রক্ষণের অসতর্কতার সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমিয়ে আনেন আলাভেসের মিডফিল্ডার পেরে পনস। ১৩ মিনিট পর মেসির করা আলোচিত সেই গোল আলাভেসকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ৭৫ মিনিটে স্পট কিক থেকে সুয়ারেজ গোল করে বার্সার এক হালি গোল পূর্ণ করেন।
আরআইএস