এবারের বিপিএলে বেশ কয়েক জন তরুন পেসারই নজর কেড়েছেন সবার। যাদের মধ্যে অন্যতম ঢাকা প্লাটুনের ক্রিকেটার হাসান মাহমুদ। অন্য পেসারদের থেকে তাকে আলাদা করেছে গতি। বাংলাদেশের পেসারদের মধ্যে যার সংকট বরাবরের। সেই হাসান মাহমুদ রোববার সাংবাদিকদের শুনিয়েছেন তার উঠে আসার গল্প।
তরুন এই পেসারের ভাষায়, ‘লক্ষ্মীপুরে আমার বাড়ি। ওখান থেকেই এসেছি আমি। ওখানকার জেলা ক্রিকেটে বয়সভিত্তিক দলে খেলেছিলাম। ভালো করলাম। তারপর বিভাগীয় পর্যায়ে। ওখান থেকে অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭। তো ওখান থেকে আসা আরকি।’
এবারের আসরে পেসারদের ভালো করা নিয়ে তিনি বলেন, ‘এখন পেসাররা সবসময় দাপট দেখিয়ে খেলে যাচ্ছে। স্পিনাররাও খারাপ করছে না। ভালোই করছে। সবমিলিয়ে দলের মধ্যে পেস বোলারদের জায়গা করে নেয়া উচিত আসলে। স্পিনার-পেসার সবাইকেই দেখা হচ্ছে। পেস বোলারদের দেখলাম ভালোই করছে। সবগুলো দলই পেসারদের দিকে নজর দিচ্ছে। তো পেস বোলারদের সুযোগ আছে ভালো করার।’
পেস বোলারদের ভালো পারফর্ম করার উপায়ও বাতলে দিলেন তরুণ পেসার হাসান মাহমুদ, ‘পেস বোলারদের গতি নিয়ে নিজেদের নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। পর্যাপ্ত অনুশীলন, পর্যাপ্ত খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম খুব জরুরী আসলে।’
এমএইচবি