‘টি-টোয়েন্টির পারফরম্যান্স দেখে ক্রিকেটার বের করা কঠিন’

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৯, ০৯:৩১ পিএম ‘টি-টোয়েন্টির পারফরম্যান্স দেখে ক্রিকেটার বের করা কঠিন’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার (২২ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন দলটির পরামর্শক মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের প্রধান নির্বাচক পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তরুণ পারফর্মারদের নিয়ে বলতে গিয়ে জানান,

‘শর্টার ভার্সন ক্রিকেটের পারফরম্যান্স দেখে খেলোয়াড় বের করা বেশ কঠিন। লঙ্গার ভার্সনের ক্রিকেটে যেমন একজন ক্রিকেটারের সব ক্ষেত্র দেখা যায়, যেমন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। শর্টার ভার্সনে এই জিনিসটি বেশ কম দেখা যায়। তরুণরা যারা পারফর্ম করছে তারা অবশ্যই নজরে আছে। দেখা যাক অর্ধেক টুর্নামেন্ট গেলে বলতে পারবো খেলোয়াড়দের স্ট্যাবিলিটি কতটুকু।’

আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ঘরোয়া ক্রিকেটের পার্থক্য উল্লেখ করে মিনহাজুল আবেদিন নান্নু যোগ করেন,

‘দুই একটা খেলোয়াড়ের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে। এদের ধারাবাহিকভাবে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরিমন্ডল কিন্তু ঘরোয়ার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। এই মঞ্চটা কিন্তু আলাদা। ঘরোয়া ক্লাবে পারফরম্যান্স করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স করা অনেক অনেক তফাৎ।’