এল ক্ল্যাসিকোর পর এবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে দারুণ আক্রমণাত্মক খেলেও জালের দেখা না পাওয়ায় পয়েন্ট নষ্ট করে বার্সেলোনাকে টপকে তাই লা লিগায় নিজেদের বছরের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারলো না লস ব্লাঙ্কোসরা।
রিয়ালের হয়ে টানা দুই গোলশূন্য ড্রয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেরও মালিক হয়েছেন জিনেদিন জিদান। ২০০৬ সালের মার্চে শেষবার লা লিগায় টানা ২ ম্যাচে গোল পায়নি রিয়াল। সেবার লস ব্লাঙ্কোসদের একাদশেই ছিলেন ‘জিজু’। এবার রিয়ালের কোচ হয়ে তিনি টানা দুই গোলশূন্য ড্রয়ের সাক্ষী হলেন।
রোববার (২২ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন আনেন রিয়াল কোচ জিনেদিন জিদান। গ্যারেথ বেল ও ইসকোর পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পান দুই তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।
টনি ক্রুস, নাচো ফার্নান্দেজ এবং লুকা ইয়োভিচরা বিলবাও গোলরক্ষক উনাই সিমোনকে পরাস্ত করলেও প্রতিবারই ফিরেছেন খালি হাতে, বারপোস্ট বা ক্রসবারের কাছে হার মেনে।
বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই অতিথিদের চেপে ধরে রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটে গোলমুখে প্রথম শট নেন ভিনিসুয়াস জুনিয়র। লুকা মড্রিচের বাড়ানো বল এই ব্রাজিলিয়ান সেনসেশন গোলপোস্টের বেশ বাইরে দিয়ে শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন। ১১ মিনিটে ভিনিসিয়াসের শট ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমন; যিনি গোটা ম্যাচে দুর্দান্ত সব সেভ করে দলকে বারবার রক্ষা করেন। ২০ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে টনি ক্রুসের নেয়া শট ফেরে ক্রসবারে লেগে।
দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। ৬০তম মিনিটে খুব কাছ থেকে নেয়া নাচোর হেড ফেরে ক্রসবারে লেগে। ৮৬মিনিটে দানি কারভাহালের ক্রসে বদলি ফরোয়ার্ড লুকা ইয়োভিচের হেড লাগে বাঁ দিকের পোস্টে।
বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারানো অ্যাতলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তিনে আছে সেভিয়া।
আরআইএস