জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন লাৎসিও

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৯, ০৯:০৩ এএম জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন লাৎসিও
ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি হাতে লাৎসিওর ফুটবলারদের উদযাপন। ফটো : গেটি ইমেজ

আবারো লাৎসিওর বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পেল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। সিরি এ'র পর এবার ইতালিয়ান সুপার কাপের ফাইনালে তুরিনের বুড়িদের ৩-১ গোলে হারিয়ে ২০১৭ সালের পর আবারও তাদের বিপক্ষে লাৎসিও চ্যাম্পিয়ন হয়ে আনন্দে মেতে উঠলো।

রোববার (২২ ডিসেম্বর) সৌদি আরবেকিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৬ মিনিটে ১০ গজ দূর থেকে কিক নিয়ে লুইস আলবার্তো বল জালে পাঠিয়ে 
লাৎসিওকে লিড এনে দেন। 

প্রথমার্ধের শেষ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর শট প্রতিপক্ষের গোলরক্ষক কিলার করতে না পারায় বল পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। সুযোগ কাজে লাগিয়ে দিবালা লক্ষ্যভেদ করে জুভেন্টাসকে সমতায় ফেরান। মোট চার গোল করে এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন ২৬ বছর এই বয়সী আর্জেন্টাইন। 

ম্যাচের ৭৩ মিনিটে সেনাদ লুলিচের চমৎকার গোলে আবার এগিয়ে যায় লাৎসিও। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেটাসের রদ্রিগো বেন্টাঙ্কুর। পরের মিনিটে দারুণ এক ফ্রি কিকে গোল করেন দানিলো কাতালদি। ২০১৭ সালের পর আবারও ইউভেন্তুসকে হারিয়ে শিরোপা জিতে নেয় লাৎসিও।

আরআইএস 

আরও সংবাদ