বর্ণবাদ ও লাল কার্ড ছাপিয়ে চেলসির জয়

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৯, ০৯:৪৮ এএম বর্ণবাদ ও লাল কার্ড ছাপিয়ে চেলসির জয়
ঘটনাবহুল ম্যাচে জোড়া গোল করে ঠিকই নিজের দিকে আলো কেড়ে নিয়েছিলেন উইলিয়ান। ফটো : টুইটার

ইংলিশ প্রিমিয়ার লীগে সন হিয়ুং-মিনের লাল কার্ড ও দর্শকদের বর্ণবাদী আচরণের সাক্ষী হওয়া এক ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের জোড়া লক্ষ্যভেদে টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে চেলসি।

রোববার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ডাগ আউটে সাবেক গুরু হোসে মরিনহোর প্রতিপক্ষ তারই এক সময়ের শিষ্য ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। চেলসির জয়ে শেষ হাসিটা অবশ্য ল্যাম্পার্ডই হেসেছেন। 

খেলার ১২ মিনিটে শর্ট কর্নার থেকে মাতেও কোভাচিচের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বল নিয়ে ডি বক্সের বাঁ প্রান্ত থেকে নেয়া ডান পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান উইলিয়ান।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ডি বক্সের ভেতর মার্কোস আলনসোকে ফাউল করেন টটেনহ্যাম গোলরক্ষক পাউলো গাৎজানিগা। রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি না বাজালেও ‘ভিএআর’-এর শরণাপন্ন হয়ে সিদ্ধান্ত বদলান। এরপর ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। 

স্টেডিয়ামে শোনা যাচ্ছিল চেলসি সমর্থকদের ‘সুপার ফ্র্যাঙ্ক’ চিৎকার। এমন বর্ণবাদী আচরণের জন্য দ্বিতীয়ার্ধে অবশ্য স্পার্স সমর্থকদের জন্য আসে সতর্কবার্তা। পুরো ম্যাচে একাধিকবার রুডিগারের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করছিলেন তারা, স্টেডিয়ামের মাইকে তিনবার সতর্ক করে দেওয়া হয় তাদের। শেষ সতর্কীকরণের সময় চেলসি ফুটবলারদের মাঠ ছাড়ার ডাকও দিয়েছিলেন ল্যাম্পার্ড, তবে তাকে বুঝিয়ে ম্যাচ চালিয়ে যান রেফারি অ্যান্থনি টেলর। 

৬২ মিনিটে অ্যান্টোনিও রুডিগারকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে সন হিয়ুং-মিনকে লাল কার্ড দেখান রেফারি। তাতে রীতিমত ফুঁসে ওঠেন মরিনহো, তাকে সতর্কও করে যান রেফারি। ১০ জনের দল নিয়ে দারুণ চেষ্টা করলেও হার এড়াতে পারেনি টটেনহ্যাম। 

এই জয়ে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে চেলসি। ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম।

১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেস্টার সিটি। এক পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে ম্যানচেস্টার সিটি। ২৮ পয়েন্টনিয়ে পাঁচে আছে আসরের চমক শেফিল্ড ইউনাইটেড। এদিন আরেক ম্যাচে টেবিলের তলানির দল ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২৫ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।

আরআইএস 
 

আরও সংবাদ