কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট। এরপর থেকেই গুঞ্জন ছড়িয়েছে মাশরাফী-মুস্তাফিজদের দায়িত্ব নেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ওটিস গিবসন। বর্তমানে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি । বিভিন্ন লিগের কোচিং ছাড়া আপাতত তার আর কোনো দায়িত্ব নেই।
তাই ধারণা করা হচ্ছে ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হতে পারেন এ সাবেক ক্যারিবীয় পেসার। অনেকেই আবার বলছে তাকে ইতোমধ্যে প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও গিবসন বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে সুযোগ পেলে টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহী তিনি।
গিবসন বলেন তাকে এখনো কোচ হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি- ‘বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেলে কাজ করতে চাই। এখন পর্যন্ত বিসিবির কেউ আনুষ্ঠানিকভাবে আমাকে প্রস্তাব দেয়নি।’
বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভালো জানাশোনা আছে সাবেক ক্যারিবীয় এ পেসারের। বিপিএল সেই পথ আরও প্রশস্ত করেছে। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটকে পর্যবেক্ষণ করি। এখানে ভালো মানের ক্রিকেটার আছে। বিপিএল বেশ উপভোগ করছি।’
এমএইচবি