সন হিউং মিনের লাল কার্ড নিয়ে টটেনহ্যামের আপিল

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৯, ১১:৪২ এএম সন হিউং মিনের লাল কার্ড নিয়ে টটেনহ্যামের আপিল
চেলসির বিপক্ষে লাল কার্ড দেখেন সন হিউং মিন। ফটো : সংগৃহীত

গত ২২ ডিসেম্বর চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে অ্যান্টোনিও রুডিগারের সাথে অখেলোয়াড়সূচক আচরণের দায়ে ভিএআর থেকে লাল কার্ড দেখেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড সন হিউং। দক্ষিণ কোরিয়ান এই ফুটবলারের লাল কার্ডের ব্যাপারে আপিল করেছে টটেনহ্যাম।

স্পার্স কোচ হোসে মরিনহো জানিয়েছেন, বক্সিং ডেতে ব্রাইটনের বিপক্ষে অন্যতম সেরা স্ট্রাইকারকে তিনি দলে চান। তিনি প্রত্যাশা করেছেন, ফুটবল অ্যাসোসিয়েশন আবারও দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডকে দায়মুক্ত করবে।

চলতি মৌসুমে দ্বিতীয় বার লাল কার্ড দেখেছেন সন। গত ৩ নভেম্বর এভারটন মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে আঘাতের দায়ে লাল কার্ড দেখেছিলেন স্পার্স ফরোয়ার্ড। এ ঘটনার পর সন হিউংয়ের কান্না বেশ আলোচিত ছিল। পরবর্তীতে তার কার্ড প্রত্যাহার করেছিল এফএ। আবারও এমন সিদ্ধান্তের অপেক্ষায় আছে টটেনহ্যাম।

আরআইএস 
 

আরও সংবাদ