ইমরুলের ব্যাটে জিতলো চট্টগ্রাম

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৯, ০৫:৫৭ পিএম ইমরুলের ব্যাটে জিতলো চট্টগ্রাম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সর ম্যাচ জয়ের নায়ক ইমরুল কায়েস। ফাইল ফটো

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে আজকের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠে টানা দুই পরাজয়ে ছন্দ হারিয়ে ফেলা চট্টগ্রাম ঢাকায় ফিরেই জয়ের দেখা পেল। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা ঢাকা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে। 

ঢাকার পক্ষে ৩৪ বলে সর্বাধিক ৩২ রান করেন মুমিনুল হক। এছাড়াও তামিম ২১ ও আনামুল হক ১৪ রান করেছেন। ওহাব রিয়াজ ২৩ রান করে আউট হয়েছেন। তিন চার মেরে মাশরাফী বিন মোর্ত্তজা ১৭ রানে অপরাজিত ছিলেন।

চট্টগ্রামের পক্ষে মুক্তার আলী ও রায়ান বার্ল দুটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানের মাথায় চট্টগ্রাম এরপর কোনো রান যোগ করার আগেই দুই ওপেনার লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায়। তৃতীয় উইকেটে ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ইমরুল কায়েস। ১৬ বলে ২৫ রান করে ফেরেন ওয়ালটন।

৫ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন কায়েস। ১৬ বলে ১৩ রান করে ফেরেন রায়ান।

এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন  মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস ইমরুল কায়েস। দলের জয়ে দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ বলে ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন ম্যাচ সেরা ইমরুল।

আরআইএস