ঈশ্বর, আরেকবার বিশ্বকাপ জয়ের সুযোগ দাও: ম্যারাডোনা 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯, ১২:৩৮ পিএম ঈশ্বর, আরেকবার বিশ্বকাপ জয়ের সুযোগ দাও: ম্যারাডোনা 
বিখ্যাত কাসা রোসাদার ব্যালকনিতে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে দিয়েগো ম্যারাডোনা। ফটো : সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ঈশ্বরের কাছে নিজ দেশের বিশ্বকাপ জয়ের জন্য আকুল আবেদন জানিয়েছেন। 

বিখ্যাত কাসা রোসাদার ব্যালকনিতে সমর্থকদের সামনে ১৯৮৬ সালের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা দেখিয়ে ঈশ্বরের কাছে এমন প্রার্থনা করেন ম্যারাডোনা। বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে আবেগঘন মুহুর্ত উপহার দিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ছোট এই রেপ্লিকা নিয়েও মজা করতে ছাড়েননি তিনি।

সম্ভাবনার সর্বোচ্চ স্ফুলিঙ্গ দেখিয়েও আকাশি-নীল জার্সিতে বিশ্বকাপ জেতা হয়নি মেসি-ভেরন-সিমিওনে-রিকুয়েলমেদের। তাইতো ঈশ্বরের কাছে এমন প্রার্থনা করলেন দিয়েগো ম্যারাডোনা। 

এর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ম্যারাডোনা, উপহার দেন অটোগ্রাফসহ তার ১০ নম্বর জার্সি।

আরআইএস  
 

আরও সংবাদ