ফ্রি কিক রহস্য ফাঁস করলেন মেসি

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯, ০১:১৩ পিএম ফ্রি কিক রহস্য ফাঁস করলেন মেসি
লিওনেল মেসির বাঁ পায়ের নেয়া ফ্রি কিক সবার কাছেই বিস্ময়কর। ফটো : সংগৃহীত

২০১৮ সালের জানুয়ারিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিওনেল মেসির প্রায় ৩০ গজ দূর থেকে মারা কিকটা শূন্যে বাঁক খেয়ে যখন গোলে ঢুকছিল, রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষকের অবাক হয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

গোলটি দেখার পরে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার টুইট করেছিলেন, মেসি একটা অবিশ্বাস্য ফ্রি কিকে গোল করলো। ও যে ফুটবলটা খেলে, সেটা মানুষ স্বপ্নেও ভাবতে পারবে না।

মেসির বাঁ পায়ের ফ্রি কিকে করা এমন অনেক গোল রয়েছে যা নিয়ে তার ভক্ত-সমর্থকদের দিয়েছে বাড়তি আনন্দ, উপভোগ করেছে গোটা ফুটবল বিশ্ব। কীভাবে মেসি এমন গোল করতে পারেন, সেই কৌতূহল অনেক ফুটবল বোদ্ধাদের আজও রয়ে গেছে।

এখন পর্যন্ত ৫২টি গোল ফ্রি কিক থেকে করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১২টি ফ্রি কিক নিয়েছিলেন তিনি, এর মধ্যে গোল করেছেন চারটি। 

তবে এবার ফ্রি কিক থেকে গোল করার রহস্য নিজেই ফাঁস করে দিয়েছেন মেসি। তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের দশম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেল্লা ও বড় ছেলে থিয়াগোকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন। সেখানেই এলএম টেন ফ্রি কিক গোলের রহস্য ফাঁস করে দিয়েছেন।

মেসি বলেন, শট নেয়ার আগে ভালো করে গোলরক্ষককে পর্যবেক্ষণ করি। কীভাবে সে মানবপ্রাচীর সাজিয়েছে, কীভাবে নিজেকে প্রস্তুত করছে বল আটকানোর জন্য ফ্রি কিকের সময় দাঁড়িয়ে থাকছে না এগোচ্ছে- সবকিছু খুঁটিয়ে দেখেই শট মারি। দিনের পর দিন এভাবে ফ্রি কিক অনুশীলন করেছি। ধীরে ধীরে উন্নতি করেছি।

আরআইএস 
 

আরও সংবাদ