দুই গোলে এগিয়ে থেকেও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-২ গোলে হেরে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা জয়ের আশা ম্যানচেস্টার সিটির অনেকটাই শেষ হয়ে গেছে। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে ম্যানসিটি।
এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৪ হয়ে যাওয়ায় মৌসুমের মাঝপথেই শিরোপা দৌড়ে নিজেদের না থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।
বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, লিভারপুলকে ধরার চিন্তা করাটা অবাস্তব বিষয় হবে, আমরা লেস্টারকে নিয়ে ভাবব এখন। দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ আছে আমাদের। আমি জানি আমার দলের খেলোয়াড়দের সম্পর্কে, কিন্তু অবস্থা এখন এমনই।
উল্লেখ্য, লেস্টার সিটি ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে। তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছে সিটিজেনরা। তাই এখন দ্বিতীয় স্থানের লড়াই করার কথা শুনিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম কাটানো পেপ গার্দিওলা।
আরআইএস