সৌম্য’র ব্যাটে ঝড়, তবুও জয়টা রাজশাহীর

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯, ০৫:৪৬ পিএম সৌম্য’র ব্যাটে ঝড়, তবুও জয়টা রাজশাহীর

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম ম্যাচে মুখোমুখী হয় রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে কুমিল্লাকে ১৯১ রানের পাহাড় সমান লক্ষ্য দেয় রাজশাহী। জবাবে খেলতে নেমে কুমিল্লার তারকা সৌম্য সরকার ব্যাট হাতে তোলেন ঝড়। যদিও ৮৮ রানের অপরাজিত মারকাটারি ইনিংসের পরও দলকে জেতাতে পারেননি তিনি। বাকিদের ব্যর্থতার কারণে রাজশাহী রয়্যালসের কাছে ১৫ রানে হারে কুমিল্লা ওয়ারিয়র্স।

১৯১ রানের বিশাল টার্গেট তাড়ায় নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় কুমিল্লা। ফিরে যান রবিউল ইসলাম রবি (১২)। আরেক ওপেনার ভ্যান জিল ২৩ বলে ২১ করে শোয়েব মালিকের বলে বোল্ড হয়ে যান। ডেভিড মালান আউট হন ৩ রানে। এরপর শুরু হয় সৌম্য সরকারের ঝড়। তাকে বেশ কিছুক্ষণ সঙ্গ দেন সাব্বির রহমান (২৫)। 

কিন্তু কেউ সৌম্যর মতো ঝলসে উঠতে না পারায় এই বড় স্কোর তাড়া করে জেতা সম্ভব হয়নি কুমিল্লার। চার নম্বরে খেলতে নেমে ৪৮ বলে ৫ চার ৬ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন সৌম্য। 

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯০ রান তোলে রাজশাহী রয়্যালস। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগান দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। পাওয়ার প্লেতে এই দুই তরুণের ব্যাট থেকে আসে ৫৬ রান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে বিচ্ছিন্ন হন তারা। কুমিল্লার স্পিনার সানজামুলের বলে আউট হন হওয়ার আগে ১৯ বলে ২ চার ১ ছক্কায় ২৪ রান করেন লিটন। অন্যদিকে নিজের ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন মারমুখী মেজাজে থাকা আফিফ। কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে কুমিল্লার মিডিয়াম পেসার সৌম্য সরকারের বলে আউট হন তিনি। তার ৩০ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল।

আফিফের বিদায়ে উইকেটে গিয়ে ব্যক্তিগত ১০ রানেই থামেন ইংল্যান্ডের রবি বোপারা। তার আউটের পর ক্রিজে পাকিস্তানের শোয়েব মালিকের সঙ্গী হন অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তখন ইনিংসের ৭ ওভার বাকি ছিল। বাকি ৪২ বলে ৮৪ রান যোগ করেন মালিক ও রাসেল। ইনিংসের শেষ বলে আউট হন মালিক। হাফ সেঞ্চুরি তুলে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন মালিক। আর ২১ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩৭* রান করেন রাসেল। কুমিল্লার মুজিব-সানজামুল ও সৌম্য ১টি করে উইকেট নেন।