স্প্যানিশ গণমাধ্যম ‘এল ডেসমার্কের’ দাবি আর্জেন্টিনার তরুন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে কেনার কথা ভাবছে বার্সেলোনা। কিন্তু অধিনায়ক মেসি বার্সেলোনার কর্তাদের স্পষ্টই বলে দিয়েছেন মার্টিনেজকে না কিনতে।
এল ডেসমার্ক’-এর দাবি, লুইস সুয়ারেজের বিকল্প হিসেবেই মার্টিনেজকে কেনার পরিকল্পনা করছিল বার্সেলোনার কর্তারা। সুয়ারেজের বয়স হয়ে গেছে ৩২। পারফরম্যান্সেও ভাটার টান। বার্সা কর্তারা তাই সুয়ারেজের জায়গায় মার্টিনেজকে ভাবতে শুরু করেছে। এমনকি ইন্টার মিলানের এই আর্জেন্টাইন তারকাকে কেনার জন্য প্রাথমিক পরিকল্পনাও সেরে ফেলেছিল বার্সেলোনা। কিন্তু মেসি সরাসরিই ক্লাব কর্তাদের মানা করে দিয়েছেন মার্টিনেজের সঙ্গে চুক্তি না করার জন্য।
মূলত সুয়ারেজের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এবং মাঠের মধ্যেও দুজনের ভালো বোঝাপড়ার কারণেই লিওর চাওয়া আরও একটি মৌসুম বার্সার মূল ফরোয়ার্ডের দায়িত্ব পালন করবে সুয়ারেজ! এই খবরে বিরাট খুশি হওয়ার কথা ইন্টার মিলানের। কারণ তারাও চাইছে ২২ বছর বয়সী আর্জেন্টাইন এই তারকার সাথে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সেরে ফেলতে। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২২-২০২৩ মৌসুম পর্যন্ত নেরাজ্জুরিদের হয়ে মাঠে নামার ব্যাপারে চুক্তিবদ্ধ রয়েছেন মার্টিনেজ। তার রিলিজ ক্লজ আছে ১১০ মিলিয়ন ইউরো।
এমএইচবি