সুজনকে ‘বিশেষ’ ধন্যবাদ মিরাজের

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৯, ১২:০০ পিএম সুজনকে ‘বিশেষ’ ধন্যবাদ মিরাজের

বয়সভিত্তিক ক্রিকেটে ছিলেন পুরোদস্তুর অলরাউন্ডার। কিন্তু জাতীয় দলে এসে বনে গেছেন বোলার। ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন নিচের দিকে। তবুও মাঝে মধ্যেই মেহেদি হাসান মিরাজ জানান দিয়েছেন ব্যাটিংটা তিনি ভালোই করতে পারেন। 

শনিবারই তো বিপিএলে খুলনা টাইগার্সের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে খেলে ফেলেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস। ৬২ বলের সেই ইনিংসে ৯ চারের সঙ্গে ছিল ৩ ছক্কা। এমন ব্যাটিংয়ের জন্য মিরাজ কৃতিত্ব দিয়েছেন টিম ম্যানেজম্যান্টকে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ম্যানেজমেন্টকে। কারণ তারা আমাকে ওপেনিংয়ে দিতে চেয়েছে তখন আমি বলেছিলাম ‘হ্যা পারবো’। এরপর প্রথম ম্যাচে আমি ২ বল খেলে শুন্য রান করে আউট হয়ে যাই। এরপর দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালো করলেও ১২ রানে করে আউট হয়ে যাই।’

‘আজকে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো হয়েছে। তবে ওরা যে আমার উপরে ভরসাটা রেখেছে এটা আমার কাছেও বেশ ভালো লাগছে যে আমাকে বিশ্বাস করছে। আমার মধ্যে এটা জন্মেছে যে আত্মবিশ্বাস ছিল বলে হয়তো ভালো হয়েছে ব্যাটিংটা।’

টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট কার উদ্যোগ ছিল এটি জানতে চাইলে মিরাজ যোগ করেন, ‘বিশেষ করে সুজন স্যার আছে। কোচ আছে, এরপর মুশফিক ভাই আছে। তারাই সবসময় সিদ্ধান্ত নেন। তিনজন আলোচনা করে সবসময় সিদ্ধান্ত নেন। এরপরে আমাদের ম্যানেজার নাফিস ভাই আছেন, তিনিও বলেছেন। মানে আমাদের টিম ম্যানেজমেন্ট বলতে যারাই আছেন দলের সঙ্গে তাঁরা সবাই আলাপ করে সিদ্ধান্তটি নিয়েছে।’

এমএইচবি

আরও সংবাদ