হিন্দু হওয়ায় পাকিস্তান জাতীয় দলে কিছু খেলোয়াড়ের টার্গেটে পরিণত হয়েছিলেন দানিশ কানেরিয়া- সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এমন কথা বলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এ নিয়ে পরে মুখ খোলেন কানেরিয়াও। শোয়েবের প্রতিটি বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তিনি।
এসবের মাঝে শোয়েব আরও একবার সামনে এলেন। কানেরিয়া-কাণ্ডে এবার তার বক্তব্য, তিনি যা বলেছেন সেই বক্তব্য থেকে এক চুলও সরছেন না। তবে তিনি পাকিস্তানের সংস্কৃতি নিয়ে কোনো কথা বলেননি বলে দাবি করেছেন।
নিজের ইউটিইউব চ্যানেলে শোয়েব দাবি করেছেন, 'আমি যেটা বলেছি তা দলের ক্রিকেটারদের নিয়ে। এমন ক্রিকেটারদের সারা বিশ্বে পাওয়া যায়, যারা বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে বসে। আমি সেই অপসংস্কৃতি পাকিস্তান দলে জারি করতে দিইনি। আর আমি কখনোই পাকিস্তানের সংস্কৃতি নিয়ে কোনো কথা বলিনি। আমার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে অনেক জায়গায়। পাকিস্তান মুসলিম, হিন্দুসহ যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে আপন করার মতো দেশ।'
কানেরিয়ার সমালোচনায় পাকিস্তান দলের তৎকালীন অধিনায়ক ইনজামাম উল হক বলেন, ‘কানেরিয়া যে অধিনায়কের অধীনে বেশি সময় খেলেছে সে ব্যক্তিটি আমি। কখনোই মনে হয়নি দলে এমন কিছু আছে যেমন, অমুসলিম কোনো খেলোয়াড়ের সঙ্গে কেউ বাজে ব্যবহার করবে। দলে একবারের জন্যও এমন কিছু চোখে পড়েনি। দানিশ কানেরিয়ার কথা আমি মেনে নিতে পারছি না। পাকিস্তানিরা বড় হৃদয়ের, আমরা সবাইকে হৃদয়ে স্থান দিতে পারি।’
এমএইচবি