৮ ম্যাচে ৬ জয় নিয়ে প্লে-অফ অনেকটাই নিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এই জয়ে দলের অংশ হিসেবে থাকা লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস দেশের ডাকে সাড়া দিতে চলে যাচ্ছেন। তবে আশার খবর, চট্টগ্রামের সঙ্গে দ্রুতই যোগ দিচ্ছেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।
দলটির একাদশের নিয়মিত সদস্য অলরাউন্ডার কেসরিক উইলিয়ামস ও ওপেনার লেন্ডল সিমন্সের ফিরে যাওয়া প্রসঙ্গে, ‘ওয়েস্ট ইন্ডিজ ফিরে যাচ্ছেন কেসরিক উইলিয়ামস ও লেন্ডল সিমন্স। সেই সাথে আমাদের স্কোয়াডও বদলাতে হচ্ছে। স্কোয়াডের অনেকেই ফ্লুতে ভুগছে। নাসুম আজ অনুশীলনও মিস করেছে এ কারণে। আরও ৩-৪ জন আছে যারা এটায় ভুগছে। প্রত্যেকের শরীরের প্রতিও আমাদের সম্মান দেখাতে হবে, সবাইকে আমরা সতেজ দেখতে চাই। এদিকে গেইল যোগ দিচ্ছেন সম্ভবত ৬,৭ কিংবা ৮ তারিখে।’
এদিকে চট্টগ্রাম পর্বের মাঝপথে পুরোনো হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠের বাইরে যাওয়া নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে রয়েছে বেশ অনিশ্চয়তা। কোচ নিক্সন জানান, ‘আমরা এখনো আমাদের অধিনায়ক রিয়াদকে মিস করছি যে একজন ভালো মানের ক্রিকেটার ও অধিনায়ক। তাকে ছাড়া একটি জয় পাওয়া আমাদের জন্য বড় অর্জন।’
‘আমার মনে হয়না সে পরের ম্যাচ খেলছে। তার হ্যামস্ট্রিং চোট উদ্বেগের কারণ। এটা তার পুরোনো চোট। সে চোট নিয়েই খেলেছে। একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে এরকম চোট নিয়ে খেলতে হয়। ৫ দিনের শিডিউলে সে চারটি ম্যাচ (মূলত ৩) চোট নিয়ে খেলেছে যা সত্যি বেশি। তার চোটাক্রান্ত শরীরের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতেই হবে।’
এমএইচবি