নারী বডি বিল্ডিং: প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অহনা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯, ১০:০১ এএম নারী বডি বিল্ডিং: প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অহনা
বাংলাদেশের প্রথম নারী বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে অহনা রহমান (সর্ব বামে) এবং অন্য দু‍‍`জন প্রতিযোগী। ফটো : গেটি ইমেজ

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত নারীদের বডি বিল্ডিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সী তরুণী অহনা রহমান। ধর্মীয় বিতর্ক এড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজনে প্রতিযোগীরা লম্বা হাতার টপস এবং টাইটস পরে অংশ নিয়েছে। তাতে পেশিসহ শরীরের বেশিরভাগ অংশই ঢাকা ছিল।

চ্যাম্পিয়ন হওয়ার পর এএফপি দেয়া সাক্ষাৎকারে অহনা বলেন, আমি অনেক পরিশ্রম করেছি, এই জয়ের জন্য আমি ভীষণ খুশি। 

প্রতিযোগিতায় অংশ নেয়া ৩০ জন নারী প্রতিযোগীকে তাদের শরীর ঢেকেই এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিশ্বের অন্যান্য জায়গায় নারী বডি বিল্ডাররা ছোট বিকিনি পরেই তাদের পেশি প্রদর্শন করেন। তবে মুসলিম-প্রধান বাংলাদেশে বিতর্ক এড়ানোর জন্য প্রতিযোগীদের পেশি কাপড়ে ঢাকা ছিল ।অহনা রহমান এবং অন্যান্য প্রতিযোগীরা মঞ্চে আটসাঁট লেগিং এবং ছোট জামা পরে শত শত দর্শকের সামনে পেশি প্রদর্শন করেন।

এ প্রসঙ্গে অহনা বলেন, আমি কখনো ভাবি নি যে আমার শরীর গঠন প্রদর্শন করার জন্য কেউ আমার সমালোচনা করবে। আমার ভাই একটি ফিটনেস সেন্টার চালান, তিনি সবসময় আমাকে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন। 

পোশাক কেমন হবে তা আয়োজকরা আগেই ঠিক করেছেন বলে জানিয়ে অহনা রহমান বলেন, যথাযথ ড্রেস কোড থাকবে বলে আমাদের জানানো হয়েছিল এবং যে পোশাক সরবরাহ করা হয়েছিল সেটা বাংলাদেশী দৃষ্টিভঙ্গি থেকে যথার্থ ছিল।

বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম এএফপিকে বলেন, ধর্মীয় ও সামাজিক কারণে আমরা ড্রেস কোড নিয়ে খুবই সচেতন ছিলাম৷ আমরা মেয়েদের জন্য লং স্লিভ ক্রপ টপস এবং লেগিংস বাছাই করেছিলাম। এই আয়োজনের মাধ্যমে দেশের জিমনেসিয়ামগুলোতে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সূত্র : বিবিসি বাংলা, ডয়েচে ভেলে