সিনেমায় অভিনয় করবেন রোনালদো! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯, ১১:৫২ এএম সিনেমায় অভিনয় করবেন রোনালদো! 
দুবাই স্পোর্টস কনফারেন্সে সাক্ষাৎকার পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদো। ফটো : রয়টার্স

গত আগস্ট মাসে পর্তুগালভিত্তিক টেলিভিশন চ্যানেল টিভি ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২০ সালেই ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। 

একইসঙ্গে তিনি এটিও জানিয়েছিলেন, অন্তত ৪০ বছর বয়স পর্যন্ত তিনি খেলতে পারবেন। কিন্তু এতদিন ধরে হয়তো তিনি ক্যারিয়ার চালিয়ে যেতে ইচ্ছুক নন বলেই আগামী বছর বুট জোড়া স্থায়ীভাবে খুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তবে অবসর নেয়ার আগের প্রতিটি মুহূর্ত মাঠে উপভোগ করতে চান।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দুবাই স্পোর্টস কনফারেন্সে যোগ দিয়ে রোনালদো জানালেন, ফুটবলকে বিদায় জানানোর পর কোচিং করার কোনো ইচ্ছা তার নেই। অবসর নিয়ে নিজের ভাবনা নিয়েও তিনি মুখ খুলেছেন।

রোনালদো বলেন, অবসরের পর আমি যে জিনিসে প্রাধান্য দেবো তা হচ্ছে পড়ালেখা। অনেক কিছু আছে যেগুলো জানা প্রয়োজন। আমি যতটুকু পড়েছি তা সব কিছুর উত্তর দেয়ার জন্য যথেষ্ট না। আরেকটা বিষয়ের প্রতি আমার আকর্ষণ রয়েছে। সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে।

৩৪ বছর বয়সী জুভেন্টাস ফরোয়ার্ড বলেন, ক্যারিয়ারের একটি মৌসুমও বাজে কাটাইনি আমি। সবসময়ই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলাম। মাঠে সবসময় জেতার জন্যেই নেমেছি। যেদিন আমার দেহ বলবে থামতে, সেদিনই আমি থামবো। অনেক আগে ৩০ অথবা ৩২ বছর ছিল অবসরের জন্য আদর্শ বয়স। বর্তমানে ৪০ বছর বয়সী ফুটবলারের অভাব নেই।

রোনালদো এখন যে সুরে কথা বলছেন, তাতে করে ২০২০ সালেই তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে; এমনটা নিশ্চিতভাবে ভাবার অবকাশ থাকছে না। যদিও অবসরের পর কীভাবে সময় অতিবাহিত করবেন, সেটি সিআর সেভেন পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন।

আরআইএস 

আরও সংবাদ