দশক সেরা একাদশে রোনালদো-মেসি

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯, ০২:৪০ পিএম দশক সেরা একাদশে রোনালদো-মেসি
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। ফটো : সংগৃহীত

২০১০-২০১৯ এই দশ বছরের সময়কালকে ধরে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল দশকের সেরা ফুটবল একাদশের তালিকা প্রকাশ করেছে। সময়ের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি স্বাভাবিকভাবেই এই একাদশে জায়গা করে নিয়েছেন। 

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের থেকে সর্বাধিক ৪ জন ফুটবলার একাদশে জায়গা পেয়েছেন। এছাড়া বায়ার্ন মিউনিখের ২ জন এবং জুভেন্টাস থেকে ১ জন ফুটবলার একাদশে ঠাই করে নিয়েছেন। তবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দশক সেরা একাদশে জায়গা হয়নি।

এক নজরে দেখে নিন ডেইলি মেইলের দশক সেরা ফুটবল একাদশ

গোলরক্ষক : ম্যানুয়েল ন্যুয়ার (জার্মান/বায়ার্ন মিউনিখ, শালকে)। 

ডিফেন্ডার : দানি আলভেজ (ব্রাজিল/পিএসজি, বার্সেলোনা ও জুভেন্টাস), সার্জিও রামোস (স্পেন/রিয়াল মাদ্রিদ), চিয়েল্লিনি (ইতালি/জুভেন্টাস) ও মার্সেলো (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)। 

মিডফিল্ডার : লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ), জাভি হার্নান্দেজ (স্পেন/বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা)।

স্ট্রাইকার : লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা), রবার্ট লেভানদভস্কি (সুইডেন/বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস)।

আরআইএস 

আরও সংবাদ