ক্ষুব্ধ লিওনের প্রশ্ন 

ওয়ার্ন কি বিশ্রাম নিয়ে ম্যাকগিলকে খেলার সুযোগ দিয়েছিল?

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯, ০৩:৩২ পিএম ওয়ার্ন কি বিশ্রাম নিয়ে ম্যাকগিলকে খেলার সুযোগ দিয়েছিল?
শেন ওয়ার্নের মন্তব্যে ক্ষেপেছেন নাথান লিওন। ফটো : সংগৃহীত

মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়ে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। টেস্ট শেষে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন সিডনিতে সিরিজের শেষ টেস্টে নাথান লিওনকে বসিয়ে যেন তরুণ লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে খেলানোর পক্ষে কথা বলেন। আর তাতেই লিওন ক্ষেপেছেন।

শেন ওয়ার্ন বলেছিলেন, মিচেল সোয়েপসনকে শেষ টেস্টে খেলানো হোক। ওকে একটা সুযোগ দেয়া হোক। ভবিষ্যতে এর ফল পাওয়া যাবে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেয়া অফ স্পিনার লিওন ক্ষুব্ধ হয়ে ওয়ার্নকে প্রশ্ন ছুঁড়ে দেন, ওয়ার্ন নিজে কি কোনোদিন বিশ্রাম নিয়ে স্টুয়ার্ট ম্যাকগিলকে খেলার সুযোগ করে দিয়েছিল?

প্রসঙ্গত, শেন ওয়ার্ন দলে থাকায় লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের দলে সুযোগ পাওয়ার ঘটনা খুব কমই ঘটেছে। সেই কারণেই হয়তো লিওনের প্রশ্নের জবাব ওয়ার্ন দেননি। 

নাথান লিওন পরিষ্কারভাবে বলেছেন, আমি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছি না। অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার নিজের ইচ্ছায় টেস্ট থেকে সরে দাঁড়াবে বলে আমার মনে হয় না। আমি এ রকম কোনো ক্রিকেটারের দেখা পাইনি। সিরিজ জিতে গিয়েছি বলেই মিশেল স্টার্ক, প্যাট কামিন্স বা জেমস প্যাটিনসন নিজেদের শেষ টেস্ট থেকে সরিয়ে নিচ্ছে, এই রকম কিছু দেখতে পাচ্ছি না। 

তিনি বলেন, টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার। টেস্ট খেলতে নামার তৃপ্তিটাই আলাদা। তাই অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামাটা আমাদের সবার কাছে দারুণ একটা সম্মানের ব্যাপার। 

সূত্র : আনন্দবাজার 

আরআইএস 
 

আরও সংবাদ