ক্যালেন্ডারের পাতা উল্টে চলে এসেছে আরও একটি বছর। পূর্বাকাশে উদিত হয়েছে ২০২০ সালের সূর্য। এ নিয়ে একে-অপরকে শুভেচ্ছাও জানিয়েছেন। বঙ্গবন্ধু বিপিএল নিয়ে ব্যস্ত থাকলেও নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভুলেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররাও।
জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’
প্রায় একই সুরে শুভেচ্ছা জানান মুশফিকও। তিনি লিখেছেন, ‘প্রতিটি সমাপ্তি একটা নতুন সূচনার বার্তা দেয়। আপনাদের আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় দৃঢ় রাখুন, তাহলে সবসময় জয়ের পথেই থাকবেন। সাহস, বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি বছর ভালোভাবে কাটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
তবে সাকিব-মুশফিকের মতো কোনো বিশেষ বার্তা দেননি জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। নিজের একটি ছবি পোস্ট করে, ক্যাপশনে ইংরেজি হরফে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার (নতুন বছরের শুভেচ্ছা)।’