চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। বর্তমানে ইংলিশ লীগ চ্যাম্পিয়নরা টেবিল টপার লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে বড় ব্যবধানে। তবে ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুসের কল্যানে নতুন বছরের শুরুটা বেশ ভালোই করেছে পেপ গার্দিওয়ালা শিষ্যরা। সেলেকাও ফরোয়ার্ডের জোড়া গোলে সিটিজেনরা এভারটনের বিপক্ষে জয় পেয়েছে ২-১ গোল।
নিজেদের ঘরের মাঠে বছরের প্রথম গোলটা ম্যাচের ১২ মিনিটেই পেতে পারতো সিটিজেনরা। বল জালেও জড়িয়েছিলেন ফিল ফোডেন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে সেটিকে অফসাইডের সিদ্ধান্তে বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধের বাকি সময়ে আর সে অর্থে জোরালো আক্রমণ করতে পারেনি ম্যান সিটি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেসুস। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ইল্কায় গুন্ডোগানের পাস ধরে দারুণ এক বাঁকানো শটে এভারটনের জাল কাঁপান হেসুস। সাত মিনিটের ব্যবধানে অসাধারণ এক পাসে বল বানিয়ে দেন রিয়াদ মাহরেজ। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বাকি কাজ সারেন জেসুস। ৮০ মিনিটের সময় তার শট পোস্টে লেগে ফিরে আসলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়।
এর মাঝে ৭১ মিনিটে খেলার ধারার বিপরীতে একটি গোল শোধ করে এভারটন। ম্যান সিটির গোলরক্ষক ভুল করে এভারটনের খেলোয়াড়দের পায়ে পাস দিয়ে ফেলেন। যেখান থেকে বল পেয়ে ব্যবধান কমান ব্রাজিলিয়ান রিসার্লিসন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
এমএইচবি