ইনজুরির কারণে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপে খেলতে পারবেন না বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।
বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্টেগানের পেশিতে কিছুটা সমস্যা রয়েছে। যে কারণে সুপার কাপে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে সুপার কাপের পর সে মাঠে ফিরে আসবে।’
অস্ত্রোপচারের কোনো প্রয়োজন আছে কি না- এই প্রশ্নের উত্তরে ভালভার্দে বলেন, ‘আমি জানি না। আমি চিকিৎসক নই। তাকে পুরোপুরি সুস্থ করে তোলাই আমাদের মূল দায়িত্ব, এজন্য যা করণীয় সেটাই আমাদের করতে হবে।’
এর আগে গত সোমবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল টের স্টেগানের ডান হাঁটুতে সমস্যা দেখা দিয়েছে। খুব দ্রুতই তার হাঁটুর চিকিৎসা শুরু হবে। শীতকালীন বিরতির আগে আলাভেসের বিপক্ষে শেষ ম্যাচের পর এই চিকিৎসা শুরুর সিদ্ধান্ত নিয়েছিল কাতালান জায়ান্টরা।
টের স্টেগানের অনুপস্থিতিতে গোলবার সামলানোর দায়িত্ব পাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক নেটো। গত গ্রীষ্মে ভ্যালেন্সিয়া থেকে ৩০ বছর বয়সী এই গোলরক্ষক বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। কিন্তু নতুন ক্লাবের হয়ে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে অংশ নিয়েছেন নেটো। ইন্টার মিলানের বিপক্ষে ওই ম্যাচটি ছিল চ্যাম্পিয়নস লীগের।
ভালভার্দে বলেন, ‘প্রতিদিনই নেটো অনুশীলনে কঠোর প্ররিশ্রম করে। তার যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
এদিকে ২১ বছর বয়সী মিডফিল্ডার কার্লেস এলিনাকে ধারে রিয়াল বেটিসে ছেড়ে দিলেও ভালভার্দে জানিয়েছেন, জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে আর কোনো খেলোয়াড়কে ছাড়ার ইচ্ছা তার নেই।
সূত্র : বাসস
আরআইএস