চলতি জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে কোনো ধরনের তাড়াহুড়া না করে ‘বুদ্ধিদীপ্ত’ সিদ্ধান্ত নিতে চায় ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার; এমনটাই জানিয়েছেন দলটির কোচ হোসে মরিনহো। গত কয়েক সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যাম বেশ কিছু পয়েন্ট হারিয়েছে। ক্লাবের সব ধরনের পরিকল্পনায় ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভাইয়ের সঙ্গে মরিনহো একমত পোষন করেছেন।
গত নভেম্বরে বহিষ্কৃত কোচ মাউরোসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত মরিনহো বলেন, ‘এখানে আসার আগেই আমি ক্লাবের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জেনেছি; যা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে ক্লাব কি চায়, সে সম্পর্কে আমাকে স্পষ্ট ধারণা দিয়েছে। এটা আমাদের প্রথম ট্রান্সফার উইন্ডো, শেষ নয়। আমাদের সামনে আরও একটি গ্রীষ্মে আসছে। এরপর ২০২১ জানুয়ারি ছাড়াও গ্রীষ্মকালীন উইন্ডোও আমি পাচ্ছি। এক্ষেত্রে আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে সঠিক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করতে হবে। আর এটা শুধুমাত্র এই মুহূর্তের জন্য নয়, পুরো ক্লাবের উন্নয়নের জন্যই করতে হবে।’
ইতোমধ্যেই হ্যারি কেন, টানগাই এনডোম্বেলে, বেন ডেভিস, ড্যানি রোস ও হুগো লোরিস ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। যে কারণে অনেককেই বড়দিনের সময়টিতে পরপর তিনটি ম্যাচ খেলতে হয়েছে। যদিও মরিনহো বলছেন, তিনি সবাইকেই মাঠে নামাতে প্রস্তুত। বিশেষ করে এই সুযোগে দলের তরুণদের উপর তিনি গুরুত্ব দিতে চান।
বেশ কিছুদিন ধরেই মরিনহো বারবার একটি কথাই বলে আসছেন; দলকে সংস্কারের কোনো পরিকল্পনা তার নেই। তবে তারপরেও খেলোয়াড়দের সিদ্ধান্তের উপর অনেক কিছুই নির্ভর করবে। মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন টটেনহ্যাম ছাড়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন। জুনে তার সঙ্গে বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে এ মাসেই তিনি যাচ্ছেন কি না, তা এখনো চূড়ান্ত নয়।
সূত্র : বাসস
আরআইএস