ভেঙেই ফেলা হলো ইব্রাহিমোভিচের প্রতিকৃতি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ০২:২৮ পিএম ভেঙেই ফেলা হলো ইব্রাহিমোভিচের প্রতিকৃতি
ইব্রাহিমোভিচের প্রতিকৃতির দুই পা ভেঙে তা ভূপাতিত করা হয়েছে। ফটো : সংগৃহীত

ছয় মাসের চুক্তিতে এসি মিলানে গিয়েও শান্তি পেলেন না সাবেক সুইডিশ তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। নিজ শহর এবং ক্যারিয়ারের প্রথম ক্লাব মালমোর স্টেডিয়ামের সামনে নির্মিত তাকে নিয়ে তৈরি করা প্রতিকৃতিতে প্রথমে আগুন দেয়ার ঘটনা ঘটে। এরপর দ্বিতীয় দফায় প্রতিকৃতিতে হামলা চালানোর সময় নাক কাটার ঘটনাও ঘটে।  

প্রতিকৃতিকে আর ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন এটির ভাস্কর পিটার লিন্ডে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হলো না। আবারো আক্রমণের শিকার হলো জ্লাতান ইব্রাহিমোভিচের প্রতিকৃতি। এবার দুই পা ভেঙে পুরো প্রতিকৃতিটিকে ভূপাতিত করা হয়েছে।

গত শনিবার রাতে মালমো স্টেডিয়ামের বাইরে অবস্থিত এই প্রতিকৃতি ভেঙ্গে দেয় তারা। ভেঙ্গে যাওয়ার পর স্ট্যাচুটি নিরাপত্তা বেষ্টনির উপর পড়ে ছিল। যেখানে প্রতিকৃতির মুখ ছিল টি-শার্ট দিয়ে ঢাকা আর পাশে লেখা ছিল ‘টেক অ্যাওয়ে’। ভোরের আলো ফোটার সময়েই স্থানীয় সিটি করপোরেশন থেকে প্রতিকৃতিটি সরিয়ে ফেলা হয়েছে। মেরামত করে তা পরে আবার স্থাপন করা হবে।

এর আগে স্টকহোমে ইব্রার বাড়িতেও দিন কয়েক আগে দরজায় কালো রঙ লাগিয়ে দেয়া হয়েছিল। পুলিশ তদন্ত নামলেও কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি। 

ইব্রাহিমোভিচ ক্যারিয়ার শুরু করেছিলেন সুইডিশ লিগের ক্লাব মালমোতে। ক্লাবটির সমর্থকদের কাছে তিনি হিরো। ইব্রার প্রতি ছিল তাদের অশেষ শ্রদ্ধা। কিন্তু বেশিদিন অক্ষত অবস্থায় রাখা গেল না সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ইব্রার প্রতিকৃতি। 

সাবেক সুইডিশ স্ট্রাইকার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন মালমোর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যামারবাইয়ের। খবরটি শোনার পরই এমন কাণ্ড করে বসে সমর্থকরা। লা লিগায় যেমন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, তেমনি সুইডিশ চ্যাম্পিয়নশিপে মালমো-হ্যামারবাই। 

মালমো ডেপুটি মেয়র ফ্রিডা ট্রলমেয়ার বলেন, ইব্রা কেন ওই ক্লাবের স্টেক কিনতে গেল জানি না। সেই ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে। কিন্তু তাই বলে প্রতিকৃতি ভাঙার ঘটনা একেবারেই কাক্ষিত নয়।

গত অক্টোবর মাসে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে নির্মিত ভাস্কর্য উন্মোচন করা হয়। নিজ শহর এবং ক্যারিয়ারের প্রথম ক্লাব মালমোর স্টেডিয়ামের সামনে নির্মিত নিজের ভাস্কর্য উম্মোচনের সময় ভক্তদের সামনে হাজিরও হয়েছিলেন সাবেক এই সুইডিশ তারকা। দেশটির এফএ কমিশনের উদ্যোগে ইব্রাহিমোভিচের ৩.৫ সেন্টিমিটারের ব্রোঞ্জের প্রতিকৃতিটি নির্মাণ করা হয়।

সুইডেনের হয়ে ইব্রাহিমোভিচ খেলেছেন ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত। ১১৬ ম্যাচে গোল করেছেন ৬২টি। পেশাদার ফুটবলে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন। ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার- এলএ গ্যালাক্সির হয়ে তিনি খেলছেন।

আরআইএস  
 

আরও সংবাদ