বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশ দলে নতুন মুখ মানিক, ফিরলেন তপু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ০৬:৪৭ পিএম বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশ দলে নতুন মুখ মানিক, ফিরলেন তপু
বাংলাদেশ ফুটবল দল। ফাইল ফটো

জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজনে আগামী ১৫-২৫ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আসরকে সামনে রেখে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে  জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করা হয়। 

বিশ্বকাপ বাছাইপর্বে ওমানের বিপক্ষে ম্যাচে খেলা বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বসুন্ধরা কিংসের বিপলু আহমেদ ও সাইফ স্পোর্টিং ক্লাবের ইয়াসিন আরফাত। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক মোল্লা। ইনজুরি থেকে স্কোয়াডে ফিরছেন বসুন্ধরা কিংসের তপু বর্মন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। পরদিন বুধবার (০৮ জানুয়ারি) থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে।

টুর্নামেন্টের গ্রুপ এ’তে বাংলাদেশের সঙ্গী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। গ্রুপ বি’ তে লড়াই করবে বরুন্ডি, সেশেলস, মরিশাস। 

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড: 

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।
রক্ষণভাগ: তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া।
মধ্যমাঠ: রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা।
আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।

আরআইএস