রিয়াল ছেড়ে এভারটনে যাবেন হামেস রদ্রিগেজ! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ০৮:১৮ পিএম রিয়াল ছেড়ে এভারটনে যাবেন হামেস রদ্রিগেজ! 

বাম হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে ফিরেছেন কলম্বিয়ান প্লে মেকার হামেস রদ্রিগেজ। গত শনিবার অনুষ্ঠিত সেই ম্যাচে গেটাফের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে জিনেদিন জিদানের দলে তিনি ছিলেন না।

রিয়াল মাদ্রিদের এই তারকাকে গুডিসন পার্কে নিয়ে আসার মাধ্যমে আবারো তার অধীনে খেলাতে চান এভারটনের নবনিযুক্ত কোচ কার্লো আনচেলোত্তি।

বৃটিশ দৈনিক দ্য ডেইলি মিররের সূত্র মতে, হামেসকে দলে নেবার ব্যাপারে বেশ কয়েকবার এভারটনের বোর্ড সদস্যদের সাথে আলোচনা করেছেন আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে প্রিয় এই শিষ্যকে তিনি নিজের মতো করেই পেয়েছিলেন। এমনকি বায়ার্নের পর এক বছর নাপোলির দায়িত্বে থাকাকালীনও তিনি হামেসকে সেখানে নিতে চেয়েছিলেন।

মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হামেস জার্মানিতে দুই মৌসুম খুব একটা ফর্মে ছিলেন না। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসার পর তাকে নিয়ে জিদান দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেননি বলেই জানা গেছে। এ কারণেই এভারটন বিশ্বাস করে, অন্তত ধারে হলেও তারা হামেসকে দলভূক্ত করতে পারবে। 

একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে বর্তমানে মৌসুমের মাঝামাঝিতে এসে কোনো দলই চাইবে না তার কোন একজন তারকাকে ছেড়ে দিতে। সে কারণে এটা অন্তত নিশ্চিত যে গ্রীষ্মকালীন ট্রান্সফারের সময়ই হামেস রিয়াল ছাড়ছেন না। রিয়াল অন্তত সেটাই বিশ্বাস করে। 

আরআইএস