ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে সিরি’এ তে কালিয়ারির বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে ২০২০ সাল শুরু করে ঘণ্টা দুয়েকের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল জুভেন্টাস। তবে আরেক ম্যাচে নাপোলির বিপক্ষে ৩-১ গোলের জয়ে টেবিলে সবার উপরে উঠে যায় ইন্টার মিলান।
সোমবার (৬ জানুয়ারি) সান পাওলো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।
৩৩ মিনিটে লুকাকু আবারো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। চলতি লীগে এটি তার ১৪তম গোল। সিরি'এ তে লুকাকু বর্তমানে সেরা গোলদাতা তালিকার দ্বিতীয় স্থানে আছেন। ১৯ গোল নিয়ে শীর্ষে আছেন লাৎজিওর ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে।
পাঁচ মিনিট পরে হোসে ক্যালিওনের নিচু ক্রসে বল জালে পাঠিয়ে নাপোলি তারকা আর্কাডিউজ মিলিক ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে আবারও ব্যবধান বাড়ায় ইন্টার। ৬২ মিনিটে নেরাজ্জুরিদের পক্ষে গোল করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
এই জয়ের ফলে ইন্টার মিলান আর জুভেন্টাসের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮ ম্যাচে সমান ৪৫ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে শীর্ষে আছে ইন্টার।
অন্যদিকে হেরে যাওয়া নাপোলি সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে। গত ডিসেম্বরে কার্লো আনচেলোত্তিকে ছাটাই করেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি নাপোলি। তার বিদায়ের পর তৃতীয় ম্যাচে এটি নাপোলির দ্বিতীয় হার।
আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে সাম্পদরিয়ার বিপক্ষে এসি মিলান। এই ম্যাচে বদলি হিসেবে এসি মিলানের জার্সিতে মাঠে নামেন সুইডিশ কিংবদন্তি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। কিছুদিন আগেই তিনি আবারও নিজের পুরনো ঠিকানায় ফিরেছেন।
আরআইএস