ফিফা ২০ আল্টিমেট টিম অব দ্য ইয়ারে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা (ফিফা)। যেখানে লিওনেল মেসির নাম থাকলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সোমবার (৬ জানুয়ারি) গেম উন্নয়ন প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের ব্যানারে এই একাদশ প্রকাশিত হয়েছে। এই প্রথম অনলাইনে দর্শকদের ভোটে বর্ষসেরা দল নির্বাচন করা হয়েছে।
সর্বোচ্চ ৫ জন ফুটবলার জায়গা পেয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয়ী ইংলিশ জায়ান্ট লিভারপুল। মিসরীয় তারকা মোহাম্মাদ সালাহর জায়গা না পাওয়াটা বিস্ময়কর। এবার দলে জায়গা পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
ফিফার বর্ষসেরা একাদশ-
গোলরক্ষক : অ্যালিসন বেকার (ব্রাজিল/লিভারপুল)।
ডিফেন্ডার : ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড (ইংল্যান্ড/লিভারপুল), মাথিজেস ডি লিট (নেদারল্যান্ডস/জুভেন্টাস), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল), রবার্টসন (স্কটল্যান্ড/লিভারপুল)।
মিডফিল্ডার : কান্তে (ফ্রান্স/চেলসি), ডি জং (নেদারল্যান্ডস/বার্সেলোনা), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানসিটি)
স্ট্রাইকার : সাদিও মানে (সেনেগাল/লিভারপুল), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)।
আরআইএস