সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ রহমতগঞ্জকে দুইটি ভিন্ন কারণে শোকজ নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ৬ জানুয়ারি পাঠানো শোকজ নোটিশের জবাব আগামীকাল ৯ জানুয়ারির মধ্যে দিতে বলা হয়েছে।
বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে ফেডারেশন কাপ ফুটবলে নিয়মের বাইরে কথা বলার কারণে শোকজ নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে বাফুফের কম্পিটিশিন কমিটর ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বলেছেন, বসুন্ধরার কোচ ফেডারেশন কাপ চলাকালে মাঠসহ নানান বিষয় নিয়ে সমালোচনা করেছেন। যা নিয়ম বহির্ভূত।
প্রসঙ্গত, সেমিফাইনালে পুলিশ এফসির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও বসুন্ধরা কোচ মাঠসহ নানা বিষয়ে সমালোচনা মুখর ছিলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠকে মাঠ আসলে গরু চরানোর উপযোগী উল্লেখ করে তিনি বলেছিলেন, এমন মাঠে ভালো ফুটবল খেলা কঠিন। অনেক সময় বল ঠিকমতো আসে না। এরকম গোচারণ ভূমিতে ভালো খেলার কোনো উপায় নেই। এখানে ভালো খেলার চেষ্টা করলে যেকোনো বড় দল গ্রুপ পর্ব কিংবা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে পারে। এখানে দুটি পাস খেলা কঠিন, খেলোয়াড়দের পক্ষে বল নিয়ন্ত্রণ করা কঠিন। সার্জিও রামোস এলেও এখানে ঠিকমতো খেলতে পারবে না!
ফেডারেশন কাপের টানা সূচি নিয়েও ক্ষুব্ধ ব্রুজন আরও বলেছিলেন, ১০-১১ দিনে ৫ ম্যাচ খেলতে হচ্ছে। খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নেই, তাহলে তাদের কাছ থেকে ভালো খেলা আশা করি কীভাবে। এভাবে কোনো প্রতিযোগিতা চলতে পারে না। একটা ফাইনালের আগে ৫-৬ দিন প্রস্তুতির সময় দেবে, ভালো ম্যাচ দেখার জন্য দর্শক আসবে, স্পনসর আসবে। এমনই একটা টুর্নামেন্ট হওয়া উচিত। এখন যেভাবে চলছে তাতে খেলোয়াড়দের কোনও উপকার হবে না। বাংলাদেশের ফুটবলেরও কোনও উপকার হবে না।
ম্যাচের বলের মান নিয়ে প্রশ্ন তুলে এই স্প্যানিশ কোচ বলেছিলেন, বলের মান ভালো নয়। এ কারণেও ভালো খেলা কঠিন। অন্তত এই মানের টুর্নামেন্টে আরও ভালো মানের বল দিয়ে খেলা উচিত।
শুধু ব্রুজন নন, বসুন্ধরা ক্লাবের সভাপতি ইমরুল হাসানকেও শোকজ করা হয়েছে। ফাইনাল ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিং নিয়ে সমালোচনা করেছেন- এমন অভিযোগে তাকে শোকজ করা হয়।
ইমরুল হাসান তাকে শোকজের বিষয়টি নিয়ে বলেন, আমরা তো রেফারিং নিয়ে বাফুফেতে চিঠিই দিয়েছি। ফেসবুকে তো কোনো সমালোচনা করা হয়নি। এখন চিঠিপ্রাপ্তির পর এ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সবুজকেও শোকজ করা হয়েছে। ফাইনালের দিন ড্রেসিংরুমে অযাচিত লোকজন ঢুকে পড়ার কারণে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে বাফুফে।
আরআইএস