ম্যাচের আগেই ছিটকে গিয়েছিলেন আক্রমন ভাগের তিন শক্তিশালি ফুটবলার। এদেন আজারের পর গ্যারেথ বেল ও করিম বেনজেমাকেও হারানোয় কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত আর এ কারণে বেগ পেতে হয়নি জিনেদিন জিদান শিষ্যদের। ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো রিয়াল ১৫তম মিনিটে কর্নার পেয়েছিল। রক্ষণ সাজানোয় ব্যস্ত ছিলেন গোলরক্ষক জাওমে দুমেনেক। সেই সুযোগে দ্রুত শট নেন জার্মান মিডফিল্ডার। বল বাঁক খেয়ে ঠিকানা খুঁজে নেয়। এরপর গোছালো আক্রমণে ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। মদ্রিচের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
বিরতির পর দ্রুতই স্কোরলাইন ৩-০ করে রিয়াল। ৬৫তম মিনিটে ইয়োভিচের পাসে গোলটি করেন মদ্রিচ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন পারোহো। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টির বাশি বাঁজান রেফারি।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। একই ভেন্যুতে ১২ জানুয়ারি হবে ফাইনাল।
এমএইচবি