স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে শেষ সময়ের গোলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সবকটি গোল দ্বিতীয়ার্ধে হয়েছে।
ম্যাচের ৪৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়ার বাড়ানো বল ডি বক্সের ভেতর থেকে আদায় করে ডান পায়ের নিচু শটে গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে।
৫ মিনিট পর লুইস সুয়ারেজের পাসে বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে বার্সেলোনাকে সমতায় ফেরান লিওনেল মেসি। খানিকপর অ্যাতলেটিকো ডিফেন্ডার ফেলিপ বল ঠিক মতো ক্লিয়ার করতে না পারায় মেসি তা ডি বক্সে পেয়ে যান এবং বল জালে জড়িয়ে দেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, ফেলিপ বল ক্লিয়ার করার সময় তা মেসির হাতে লেগেছিল; ফিফার নতুন নিয়মানুযায়ী বল হাতে লাগলেই হ্যান্ডবল- এই কারণে গোল বাতিল হয়।
৬২ মিনিটের মাথায় জর্দি আলবার ক্রসে সুয়ারেজের হেড দুর্দান্তভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক ওবলাক। তবে ফিরতি বলে হেডে বল পালে পাঠিয়ে বার্সাকে লিড এনে দেন আতোঁয়ান গ্রিজম্যান।
খেলার ৮১ মিনিটে স্পট কিক থেকে আলভারো মোরাতা লক্ষ্যভেদ করে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান। নির্ধারিত সময় শেষের মাত্র ৪ মিনিট আগে মোরাতার বাড়ানো বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ডান পায়ের দুরন্ত শটে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়া গোল করলে বার্সাকে বিদায়ের সাগরে ভাসিয়ে ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। আগামী ১২ জানুয়ারি আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে মাদ্রিদের দল দুটি।
আরআইএস