গ্রীষ্মের আগে আয়াক্স ছাড়ছেন না ডি জং 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ০৫:৩১ পিএম গ্রীষ্মের আগে আয়াক্স ছাড়ছেন না ডি জং 
আয়াক্সের ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি জং। ফাইল ফটো

 

ইউরোপিয়ান ফুটবলে চলছে শীতকালীন দল-বদল। এদিকে, এবারের বাজারে আলোচনার শীর্ষে দুই আয়াক্স ফুটবলার ফ্র্যাঙ্কি ডি জং ও ম্যাথিজেস ডি লিটকে নিয়ে। বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেইসহ বড় বড় ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে প্রস্তুত তাদের নিজেদের ডেরায় ভেড়াতে। 

এই দুই ফুটবলারকে নিয়ে মাতামাতি হওয়ার কারণ হচ্ছে, বিগত মৌসুম থেকে তাদের চোখ ধাঁধানো পারফরম্যান্স। নেদারল্যান্ডে একসঙ্গে খেলার পাশাপাশি ক্লাব ফুটবলে একই ড্রেসিং রুম শেয়ার করেন ডি লিট ও ডি জং। অনেকটা বার্সেলোনা কৌশলের সঙ্গে উপযোগী বলে বার্সা শিবির থেকে অনেক দিন ধরে তাদেরকে দলে টানার তোড়জোড় চলছে। 

ইউরোপের ক্রীড়াভিত্তিক বড় সংবাদ মাধ্যমগুলো অবশ্য জানিয়েছে আসছে ১২ জানুয়ারি হয়তো ডি লিটের বার্সায় যোগ দেবেন। সতীর্থ ডি লিটের দল ছাড়াটা এক প্রকারের নিশ্চিত হলেও এই শীতেই দল ছাড়ছেন না বলে পরিষ্কার জানিয়ে দিলেন ডি জং। আয়াক্সের হয়ে পুরো মৌসুম খেলার ব্যাপারটি নিশ্চিত করে জং বলেন, 'নিশ্চিত আমি এই শীতকালীন দলবদলের বাজারে দল ছাড়ছি না। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।' 

ডি লিটের দল ছাড়া নিয়ে তিনি আরও বলেন, 'আমি জানিনা কে কি করছে। তবে ব্যক্তিগতভাবে আমি চাই আমরা সবাই যৌথভাবে মৌসুমটা শেষ করি। কেননা মৌসুমের প্রথম ভাগটা আমাদের জন্য দারুণ কেটেছে। দলের মধ্যে আমাদের সকলের সম্পর্কটাও বেশ ভালো। সুতরাং, কেউ যদি মাঝ পথে দল ছাড়ে তবে আমি কষ্ট পাবো।' 

 

সূত্র: ইএসপিএন 


এসএইচএস