আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে লিগ টেবিলের শীর্ষ চারে থাকতে হবে লিভারপুলকে। এমন সমীকরণ নিয়ে বুধবার বার্নলির বিপক্ষে নেমেছিল ক্লপের শিষ্যরা। দিনটি হতাশ করেনি মোহামেদ সালাহদের। প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ গোলে জয় তুলে লিগ টেবিলের চারে উঠে এসেছে লিভারপুল। আর তাতে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা উজ্জ্বল হলো তাদের।
৩৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৬। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৩। ৭১ পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি।
এদিকে পাঁচে থাকা লেস্টারের পয়েন্ট ৬৬। তবে ৪ গোল ব্যবধানে এগিয়ে উঠে এসেছে শীর্ষ চারে। লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল ও লেস্টার জিতলে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।
এদিন প্রথমার্ধে রবের্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। আর দ্বিতীয়ার্ধে দলকে আরও দুটি গোল এনে দেন ন্যাট ফিলিপস ও অ্যালেক্স অক্সালেড চেম্বারলিন।