ক্ষমা চাইলেন সরফরাজ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ০১:১০ পিএম ক্ষমা চাইলেন সরফরাজ 
বর্ণবাদী আচরণের কারণে সমালোচিত হচ্ছেন সরফরাজ আহমেদ। ফাইল ফটো

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এসে ক্ষমা চাইলেন সরফরাজ আহমেদ। ডারবানে মঙ্গলবার এক অপ্রীতিকর ঘটনার জন্ম দেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া অলরাউন্ডার এন্ডাইল ফেলুকাওয়ো ব্যাটিং করার সময় তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য ছোঁড়েন সরফরাজ। 

স্বাগতিক অলরাউন্ডার ফেলুকাওয়োকে ছোঁড়া মন্তব্যের ভিডিও দ্রুত ছড়িয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরফরাজকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিব্রতকর মন্তব্য করে কোনোভাবেই যেন রেহাই পাচ্ছিলেন না পাক অধিনায়ক। তাই না পেরে নিজের ভুল স্বীকার করে নিতে টুইটার এসে ক্ষমা চাইলেন তিনি। 

টুইটারে সরফরাজ লেখেন, 'হতাশায় ভুগে আমার যে মন্তব্য স্ট্যাম্পের মাইকে ধরা পড়েছে আর সে কারণে যারা কষ্ট পেয়েছেন তাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাইনি। কাউকে ইচ্ছাকৃতভাবে ছোট করতে চাইনি। অতীতে ক্রিকেটারদের সঙ্গে আমার অন্তরঙ্গতা ও পরম্পরের প্রতি আস্থা ছিল। বর্তমানেও বিশ্বের সকল ক্রিকেটারদের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে।' 

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা তখন ৩৭তম ওভারে ব্যাটিং করছিল। স্ট্রাইকে থাকা ফেলুকাওয়োকে লক্ষ্য করে তখন উর্দুতে সরফরাজ বলেন, 'আরে কালো, তোর মা আজ কোথায় বসে আছে? তোর জন্য কি দোয়া করেছে আজ?' 

এ ঘটনার জন্য অবশ্য এখনো কোনো বিবৃতি দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বর্ণবাদী আচরণের কারণে সরফরাজকে তাই কি শাস্তি দেয়া হবে তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার দলীয় ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেন, 'আইসিসি এবং ম্যাচ অফিসিয়ালরা ঘটনাটি দেখছে। তারা ইতিমধ্যেই ঘটনাটি পর্যবেক্ষণ করছে। এখন শুধুমাত্র ফলাফল আসলেই আমরা ব্যাপাটি আপনাদের জানাতে পারবো।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সরফরাজের আচরণে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা জানায়, 'সরফরাজের আচরণের কারণে পিসিবি দুঃখ প্রকাশ করছে। আমরা তার এই ঘটনাকে সমর্থন দিচ্ছি না আবার তাকে দোষী সাব্যস্তও করছি না। তবে সে দোষী প্রমাণিত হলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।' 


এসএইচএস