ঢাকায় হবে ভারত-পাকিস্তানে হকি লড়াই

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১১:০৬ এএম ঢাকায় হবে ভারত-পাকিস্তানে হকি লড়াই

ভারত-পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা। আর এমন লড়াই যদি মাঠে বসে উপভোগ করা যায় তাহলে তো আর কথাই নেই। তেমনই এক সুযোগ এসেছে বাংলাদেশের খেলাপ্রেমী মানুষের সামনে।

আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। 

প্রতিদ্বন্দ্বী দুই দেশ ঢাকায় মুখোমুখি হচ্ছে হকি মাঠে। সেটাও বাংলাদেশের বিজয় দিবসে। আগামী ১৬ ডিসেম্বর ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। চ্যাম্পিয়নস ট্রফি হকি সুযোগ করে দিচ্ছে দুই পরাশক্তির লড়াই উপভোগের।

অবশ্য টুর্নামেন্টের উদ্বোধন হবে এর দুই দিন আগে। আগামী ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। পরদিন আবার ভারতের মুখোমুখি লাল-সবুজরা। মহান বিজয় দিবসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচ। ১৮ ডিসেম্বর জাপানের মুখোমুখি হয়ে পরদিন পাকিস্তানের সামনে দাঁড়াবে স্বাগতিক বাংলাদেশ।

প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সাধারণত এশিয়ার শীর্ষ ছয় দল খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে। এশিয়ায় এখন বাংলাদেশের র‍্যাঙ্কিং ৯।

জাগরণ/এসএসকে