কে কোন ফরম্যাটে খেলবে বোর্ড সিদ্ধান্ত নেবে 

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৪:৪৬ পিএম কে কোন ফরম্যাটে খেলবে বোর্ড সিদ্ধান্ত নেবে 

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল। সে মুহূর্তে প্রোটিয়া সফর নিয়ে ব্যস্ত ছিল ক্রিকেটাররা। আবার দেশে থাকা ক্রিকেটাররা যোগ দিয়েছিল প্রিমিয়ার লিগের ম্যাচে। ফলে তখন কেন্দ্রীয় চুক্তিতে সাইন করেনি কোনো ক্রিকেটার।

আজ (২০ এপ্রিল) বিসিবিতে এসে ক্রিকেটাররা সেই আনুষ্ঠানিকতা সারলেন। এদিন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে ইনফরম্যাল আলোচনাও করে ক্রিকেটাররা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হোন জালাল ইউনুস। সাংবাদিকদের এদিন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, পরবর্তী কেন্দ্রীয় চুক্তির আগে বোর্ড থেকে ক্রিকেটারদের কে কোন ফরম্যাটে খেলবে সে বিষয়ে নির্দেশনা দেওয়ার পরিকল্পনা করছেন তারা।

গণমাধ্যমে মুখোমুখি হয়ে আজ ক্রিকেটারদের বিসিবির হোম অব ক্রিকেটে আসা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘কেন্দ্রীয় চুক্তি আগেই ঠিক হয়েছিল। কিন্তু ওরা দেশের বাইরে থাকায় সাইন করতে পারেনি। তাই আজকে আমরা ওদের সবাইকে ডেকেছিলাম। কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কাজের জন্য। এছাড়া প্রায় ১৭-১৮ জনের মতো ছিল। তারা এসে আনুষ্ঠানিকতা সেরেছে।’

এরপরই ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, ক্রিকেটারদের কে কোন ফরম্যাটে খেলবে এখন থেকে এই সিদ্ধান্ত বোর্ড নিতে যাচ্ছে। তবে অবশ্য সে ক্রিকেটারের মতামতের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা তো চাই, তারা চুক্তি অনুযায়ী খেলুক। তবে কেউ যদি ব্যক্তিগত সমস্যায় খেলতে না পারে, সেটাকে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখে থাকি।

তবে আমার মনে হয়, এখন সময় এসেছে আমরা যে কোনো ক্রিকেটারকে বলতে পারি, তোমাকে এই ফরম্যাটে খেলতে হবে। তখন সে হয়ত বলতে পারে, সে অ্যাভেলেবল না। তবে আমরাই বলে দিবো, তুমি এই এই ফরম্যাটে খেলবে। এটা বোর্ড থেকে বলে দিতে চাই, উই ওয়ান্ট ইউ ফর দিজ দিজ ফরম্যাট।’

জালাল ইউনুস এদিন সাকিবকে শ্রীলঙ্কা সফরে পাওয়ার বিষয়েও কথা বলেন। তার ভাষ্যে, ‘সাকিব শ্রীলঙ্কা সিরিজের জন্য অ্যাভেলেবল, এটা আমরা জানতাম। সে আমাদের বলেছিল, তার পরিবার আমেরিকা যাওয়ার পর সে জানাবে কবে ফিরতে পারে। এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তবে সে আগেই বলেছিল, শ্রীলঙ্কা সিরিজের জন্য সে ফ্রি।’

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আরও যোগ করেন, ‘সাকিবের শ্রীলঙ্কা সিরিজের বিষয়ে আমি জানলেও প্রিমিয়ার লিগে তার খেলার সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া। এটা আমার জানা নাই। আর আমরা চাই সাকিব সবসময় দলে থাকুক। সে খেললে আমাদের বোলিং-ব্যাটিং দুটিতেই ব্যালেন্স থাকে।’

ইউএম