বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ২০১৯ সালের জন্য ১৭ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। এর মধ্যে মূল চুক্তিতে স্থান পেয়েছেন ১২ জন এবং 'রুকি' ক্যাটাগরিতে স্থান পেয়েছেন আরও ৫ জন ক্রিকেটার।
শনিবার (২ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এবার 'এ’ প্লাস ক্যাটাগরিতে ৫ জন, 'এ' ক্যাটাগরিতে ৩ জন, 'বি' ক্যাটাগরিতে ৪ জন ও 'রুকি' ক্যাটাগরিতে ৫ জনকে রেখে নতুন কেন্দ্রীয় চুক্তি অনুমোদন দেয়া হয়েছে।
‘এ’ প্লাস ক্যাটাগরি: মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
‘এ’ ক্যাটাগরি: মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও ইমরুল কায়েস।
‘বি’ ক্যাটাগরি: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও লিটন দাস।
‘রুকি’ ক্যাটাগরি: আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আরএস