সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
শুক্রবার (২৪ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে আত্মঘাতী গোলের ভুলে বাংলাদেশকে জয়োল্লাস উপহার দিয়েছে ভারত।
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই; কঠিন প্রতিপক্ষ ভারত। কমলাপুর স্টেডিয়ামে নিজেদের সেরা পারফরম্যান্সের লক্ষে নামে বাংলাদেশ। আগের ম্যাচে শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হারের খারাপ লাগা পুষিয়ে নিতে ভারতকে সেরা প্রতিপক্ষ মানে ছোটনের মেয়েরা।
রাশিয়া ম্যাচ থেকে শিক্ষা নিয়ে একাদশে একাধিক পরিবর্তন কোচ গোলাম রব্বানী ছোটনের। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশেল। পুজা দাসের ক্রস থেকে শট নিলেও জালে জড়াতে পারেনি সুলতানা আক্তার।
আক্রমণ-প্রতিআ্ক্রমণে ম্যাচ এগোলেও গোলের দেখা পায়নি কোন দল। ৭৫ মিনিটে ভাগ্য সহায় হলো বাংলাদেশের। নাদিয়া আক্তার জুথির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান আখিলা রাজন। আত্মঘাতী গোলের গ্লানি ভারতের।
১-০ গোলের জয়ে মাঠে ছাড়ে বাংলাদেশের সতের না পেরোনো মেয়েরা। এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট যোগ করেছে লাল-সবুজ। টেবিলে শীর্ষে থাকা রাশিয়ার পরে বাংলাদেশ।
জাগরণ/খেলা/সাফঅনূর্ধ্ব১৭নারীচ্যাম্পিয়নশিপ/এসএসকে